1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
কুসিক ১০৫ কেন্দ্রই ঝুকিপূর্ণ, তাই সকল কেন্দ্রকে নিরাপত্তা দেয়ার আহবান-কায়সার - Dainik Cumilla
মঙ্গলবার, ২০ মে ২০২৫, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু নাঙ্গলকোটে কলেজ অধ্যাপকের বিদায় সংবর্ধনা বক্তব্য প্রত্যাহার না করলে হাসনাত আব্দুল্লাহকে কুমিল্লার মাটিতে পা রাখতে দেবে না বিএনপি লাকসামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মাদরাসা শিক্ষকের মৃত্যু কুমিল্লার লাকসামে একযোগে ৯ খালে পরিষ্কার অভিযান কুমিল্লায় আ’লীগ নেতা সাহেব আলী গ্রেপ্তার দেবীদ্বারে ভ্যানচালকে চোখ উপড়িয়ে হত্যা, প্রধান আসামী গ্রেফতার বিজিবির অভিযানে সাড়ে ১৭ লাখ টাকার ভারতীয় বাজি ও বাসমতী চাল জব্দ কুমিল্লায় বিএনপি অফিসে ‘পদবঞ্চিতদের’ আগুন, ককটেল বিস্ফোরণ কুমিল্লায় চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের রায়হান এজেন্সিতে ক্যাশ কাউন্টার উদ্বোধন

কুসিক ১০৫ কেন্দ্রই ঝুকিপূর্ণ, তাই সকল কেন্দ্রকে নিরাপত্তা দেয়ার আহবান-কায়সার

  • প্রকাশিতঃ বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ৯৩ বার পঠিত

নেকবর হোসেন
কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা সিটি কর্পোরেশনের উপনির্বাচনের ঘোড়া প্রতীকের প্রার্থী নিজাম উদ্দিন কায়সার নির্বাচনি এলাকার ১০৫ কেন্দ্রই ঝুকিপূর্ণ বলে মন্তব্য করেছেন। তাই সকল কেন্দ্রকে সমান গুরুত্ব দেয়ার আহবান জানান তিনি। বুধবার (৬ মার্চ) প্রচারণায় বের হয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন এই প্রার্থী। সকালে তিনি নগরীর কান্দিরপাড় এলাকার বাহার মার্কেট, মনোহরপুর, সাত্তারখান এলাকা, সমবায় মার্কেটসহ আশপাশের এলাকায় গণসংযোগ করেন।
এ সময় তিনি বলেন, গত ১২ বছর যেভাবে মানুষের টাকা লুট করেছে। এই তিন প্রার্থী এবার মানুষের ভোট লুট করতে চায়। তাই আমি বলবো কুমিল্লা সিটি করপোরেশনের ১০৫ কেন্দ্রই ঝুকিপূর্ণ। তাই ১০৫ কেন্দ্রই সমান গুরুত্ব দিয়ে দেখার জন্য আমি নির্বাচন কমিশনের কাছে দাবি জানাচ্ছি।
এই প্রার্থী সাংবাদিকদের বলেন, নির্বাচন প্রচারণা বন্ধের পর তারা ভোটারদের ভয় ভীতি দেখানোর চেষ্টা করবে। তাই আমি বলবো সাধারণ ভোটারদের নিরাপত্তার জন্য শুধু কোতোয়ালি থানা নয়, বাইরের থানাগুলো থেকে এনে পুলিশ প্রস্তুত থাকতে হবে।
নির্বাচন কমিশনকে নির্বাচনের দিন সাধারণ ছুটি ঘোষণা করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করে কায়সার বলেন, নির্বাচনের দিন ভোটারদের ভোট দেয়া নির্বিঘ্ন করতে সাধারণ ছুটি ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তার জন্য ধন্যবাদ।
বুধবার (৬ মার্চ) এই প্রার্থী নগরী ৬ নম্বর ওয়ার্ডের শুভপুর, বিকেল সাড়ে ৪টায়, ১৬ নম্বর ওয়ার্ডের চৌমুহনী মাঠে, সাড়ে ৫টায় নুরপুর গুদোর পুকুর পাড় শ্রমিকদের নিয়ে, সন্ধ্যা ৭টায় ২২নম্বর ওয়ার্ডের উত্তর রামপুর পূর্বপাড়া মজুমদার বাড়িতে উঠান বৈঠক করেন। এসময় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ৯ মার্চ কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD