1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
কুসিক ১০৫ কেন্দ্রই ঝুকিপূর্ণ, তাই সকল কেন্দ্রকে নিরাপত্তা দেয়ার আহবান-কায়সার - Dainik Cumilla
সোমবার, ৩১ মার্চ ২০২৫, ১০:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
নিজ এলাকায় ঈদের নামাজ আদায় করেছেন হাসনাত আবদুল্লাহ কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাতে মুসল্লিদের ঢল চৌদ্দগ্রামে মদের কারখানার মাটির নিচ থেকে ৯ ড্রাম মদ উদ্ধার, আটক ৪ কুমিল্লায় সেনাবাহিনীর অভিযান, বিপুল পরিমান মাদকসহ একজন আটক কাল পবিত্র ঈদুল ফিতর ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ে ইংরেজি স্পিস কম্পিটিশন আয়োজিত এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ভ্রাতৃত্বের বন্ধনে সিটিজি সমাজের প্রাণবন্ত ইফতার মাহফিল সম্পন্ন সদর দক্ষিণের সুয়াগাজী বাজার মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ ভিক্টোরিয়া কলেজের সমৃদ্ধিতে সাংবাদিক সমিতির ভূমিকাও আছে নাঙ্গলকোটে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা ও মদক বিক্রির টাকা-সহ কারবারি আটক

কুসিক ১০৫ কেন্দ্রই ঝুকিপূর্ণ, তাই সকল কেন্দ্রকে নিরাপত্তা দেয়ার আহবান-কায়সার

  • প্রকাশিতঃ বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ৭৬ বার পঠিত

নেকবর হোসেন
কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা সিটি কর্পোরেশনের উপনির্বাচনের ঘোড়া প্রতীকের প্রার্থী নিজাম উদ্দিন কায়সার নির্বাচনি এলাকার ১০৫ কেন্দ্রই ঝুকিপূর্ণ বলে মন্তব্য করেছেন। তাই সকল কেন্দ্রকে সমান গুরুত্ব দেয়ার আহবান জানান তিনি। বুধবার (৬ মার্চ) প্রচারণায় বের হয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন এই প্রার্থী। সকালে তিনি নগরীর কান্দিরপাড় এলাকার বাহার মার্কেট, মনোহরপুর, সাত্তারখান এলাকা, সমবায় মার্কেটসহ আশপাশের এলাকায় গণসংযোগ করেন।
এ সময় তিনি বলেন, গত ১২ বছর যেভাবে মানুষের টাকা লুট করেছে। এই তিন প্রার্থী এবার মানুষের ভোট লুট করতে চায়। তাই আমি বলবো কুমিল্লা সিটি করপোরেশনের ১০৫ কেন্দ্রই ঝুকিপূর্ণ। তাই ১০৫ কেন্দ্রই সমান গুরুত্ব দিয়ে দেখার জন্য আমি নির্বাচন কমিশনের কাছে দাবি জানাচ্ছি।
এই প্রার্থী সাংবাদিকদের বলেন, নির্বাচন প্রচারণা বন্ধের পর তারা ভোটারদের ভয় ভীতি দেখানোর চেষ্টা করবে। তাই আমি বলবো সাধারণ ভোটারদের নিরাপত্তার জন্য শুধু কোতোয়ালি থানা নয়, বাইরের থানাগুলো থেকে এনে পুলিশ প্রস্তুত থাকতে হবে।
নির্বাচন কমিশনকে নির্বাচনের দিন সাধারণ ছুটি ঘোষণা করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করে কায়সার বলেন, নির্বাচনের দিন ভোটারদের ভোট দেয়া নির্বিঘ্ন করতে সাধারণ ছুটি ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তার জন্য ধন্যবাদ।
বুধবার (৬ মার্চ) এই প্রার্থী নগরী ৬ নম্বর ওয়ার্ডের শুভপুর, বিকেল সাড়ে ৪টায়, ১৬ নম্বর ওয়ার্ডের চৌমুহনী মাঠে, সাড়ে ৫টায় নুরপুর গুদোর পুকুর পাড় শ্রমিকদের নিয়ে, সন্ধ্যা ৭টায় ২২নম্বর ওয়ার্ডের উত্তর রামপুর পূর্বপাড়া মজুমদার বাড়িতে উঠান বৈঠক করেন। এসময় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ৯ মার্চ কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD