1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুসিক ১০৫ কেন্দ্রই ঝুকিপূর্ণ, তাই সকল কেন্দ্রকে নিরাপত্তা দেয়ার আহবান-কায়সার - Dainik Cumilla
শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভবানীপুরে কৃষকদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দোষীকে গ্রেফতার না করা পর্যন্ত পুলিশের ইতিবাচক সংবাদ বর্জনের ঘোষণা মওদুদ আবদুল্লাহর প্রাণনাশের হুমকি দাতাদের খুঁজছে পুলিশ ব্রাহ্মণপাড়ায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত দাউদকান্দিতে ভাষা সৈনিক ড.জসিম উদ্দিন স্মরণে আলোচনা সভা ও দোয়া ব্রাহ্মণপাড়ায় দুদকের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ কুমিল্লার মুরাদনগরে উপদেষ্টা আসিফ সমর্থকদের সমাবেশে হামলা, সাংবাদিকসহ আহত ১০ বুড়িচংয়ে গোমতী নদীর বেরিবাঁধে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, উচ্ছেদ অভিযান শুরু নাঙ্গলকোটে সহায়তায় নির্মিত হতদরিদ্র বিধবার বাড়ি-ঘর দখল চেষ্টার অভিযোগ চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় মাদরাসা শিক্ষার্থী নিহত

কুসিক ১০৫ কেন্দ্রই ঝুকিপূর্ণ, তাই সকল কেন্দ্রকে নিরাপত্তা দেয়ার আহবান-কায়সার

  • প্রকাশিতঃ বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ১০৩ বার পঠিত

নেকবর হোসেন
কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা সিটি কর্পোরেশনের উপনির্বাচনের ঘোড়া প্রতীকের প্রার্থী নিজাম উদ্দিন কায়সার নির্বাচনি এলাকার ১০৫ কেন্দ্রই ঝুকিপূর্ণ বলে মন্তব্য করেছেন। তাই সকল কেন্দ্রকে সমান গুরুত্ব দেয়ার আহবান জানান তিনি। বুধবার (৬ মার্চ) প্রচারণায় বের হয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন এই প্রার্থী। সকালে তিনি নগরীর কান্দিরপাড় এলাকার বাহার মার্কেট, মনোহরপুর, সাত্তারখান এলাকা, সমবায় মার্কেটসহ আশপাশের এলাকায় গণসংযোগ করেন।
এ সময় তিনি বলেন, গত ১২ বছর যেভাবে মানুষের টাকা লুট করেছে। এই তিন প্রার্থী এবার মানুষের ভোট লুট করতে চায়। তাই আমি বলবো কুমিল্লা সিটি করপোরেশনের ১০৫ কেন্দ্রই ঝুকিপূর্ণ। তাই ১০৫ কেন্দ্রই সমান গুরুত্ব দিয়ে দেখার জন্য আমি নির্বাচন কমিশনের কাছে দাবি জানাচ্ছি।
এই প্রার্থী সাংবাদিকদের বলেন, নির্বাচন প্রচারণা বন্ধের পর তারা ভোটারদের ভয় ভীতি দেখানোর চেষ্টা করবে। তাই আমি বলবো সাধারণ ভোটারদের নিরাপত্তার জন্য শুধু কোতোয়ালি থানা নয়, বাইরের থানাগুলো থেকে এনে পুলিশ প্রস্তুত থাকতে হবে।
নির্বাচন কমিশনকে নির্বাচনের দিন সাধারণ ছুটি ঘোষণা করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করে কায়সার বলেন, নির্বাচনের দিন ভোটারদের ভোট দেয়া নির্বিঘ্ন করতে সাধারণ ছুটি ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তার জন্য ধন্যবাদ।
বুধবার (৬ মার্চ) এই প্রার্থী নগরী ৬ নম্বর ওয়ার্ডের শুভপুর, বিকেল সাড়ে ৪টায়, ১৬ নম্বর ওয়ার্ডের চৌমুহনী মাঠে, সাড়ে ৫টায় নুরপুর গুদোর পুকুর পাড় শ্রমিকদের নিয়ে, সন্ধ্যা ৭টায় ২২নম্বর ওয়ার্ডের উত্তর রামপুর পূর্বপাড়া মজুমদার বাড়িতে উঠান বৈঠক করেন। এসময় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ৯ মার্চ কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD