1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের ১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন - Dainik Cumilla
মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ০৮:২১ অপরাহ্ন
শিরোনামঃ
চৌদ্দগ্রামে ব্যবসায়ী টিপু হত্যা, দুইজনের যাবজ্জীবন, ছয়জনের ১০ বছর কারাদণ্ড বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান ড. খন্দকার মারুফ হোসেনের কুকসু দাবীর নামে বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্যহানিতে ক্ষুব্ধ শিক্ষার্থীরা বিএনপি নেতার বাসায় মুরাদনগরের ট্রিপল মার্ডারের পরিকল্পনা—নিহতের মেয়ে বাদীর অডিও ফাঁস এক কবির দ্রোহ, প্রেম ও মানবিক আহ্বান কবিতা হোক বিশ্ব গড়ার হাতিয়ার কুবির কাজী নজরুল ইসলাম হল থেকে মাদক ও বুলেট উদ্ধার কুমিল্লার দেবীদ্বারে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু কুমিল্লার বুড়িচংয়ে মা-মেয়ের মরদেহ উদ্ধার ব্রাহ্মণপাড়ায় তরুণ ও যুবসমাজের উদ্যোগে সড়কের পাশে বৃক্ষরোপণ ব্রাহ্মণপাড়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের ১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

  • প্রকাশিতঃ বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৫৩ বার পঠিত

 

খলিলুর রহমান।।

২০০৯ সালের ২১শে ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত ভিক্টোরিয়া কলেজ থিয়েটার(ভিসিটি)’র ১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে আজ। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিসিটি’র প্রধান পৃষ্ঠপোষক অধ্যক্ষ প্রফেসর ড.আবু জাফর খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ উপাধ্যক্ষ প্রফেসর মৃনাল কান্তি গোস্বামী এবং শিক্ষক পরিষদ সম্পাদক জনাব মো: আনোয়ার হোসেন। উপস্থিত ছিলেন ভিসিটি’র শিক্ষক উপদেষ্টা জনাব শামীমা আক্তার। শিক্ষক উপদেষ্টাগণের মধ্যে আরও উপস্থিত ছিলেন গণিত বিভাগের অধ্যাপক বাধন দাস এবং সমাজকর্ম বিভাগের অধ্যাপক পাপিয়া আক্তার। উপস্থিত ছিলেন ভিসিটি’র বর্তমান সভাপতি পৃথুল দাস,অনুষ্ঠানের আহ্বায়ক হিসেবে উপস্থিত ছিলেন এনামুল হক। উপস্থিত ছিলেন ভিসিটি’র যুগ্ম সাধারণ সম্পাদক জান্নাতুল রানী । অনুষ্ঠান সঞ্চালনা করেছেন ভিসিটি’র সাধারণ সম্পাদক মো:লিটন মিয়া। অনুষ্ঠানে বর্তমান এবং সাবেক ভিসিটিয়ানরাও উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে কলেজ অধ্যক্ষ ড. আবু জাফর খান বলেন-‘ আজকে মহান শহীদ দিবস। সকল ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এবং তাদের রূহের মাগফেরাত কামনা করছি। ভিসিটি’র শিল্পীরা ভিসিটিকে এত সুন্দরভাবে সাজিয়েছে,এজন্য তাদেরকে ধন্যবাদ জানাই। প্রতিষ্টাকালীন সময় থেকেই ভিসিটি সুনামের সাথে তাদের কার্যক্রম পরিচালনা করছে। সবার সার্বিক সহযোগিতায় ভিসিটি আরো অনেক এগিয়ে যাবে এই কামনা করছি।’

শিক্ষক উপদেষ্টা জনাব শামীমা আক্তার বলেন-‘ উপস্থিত সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন। ভাষার জন্য যারা জীবন দিয়েছেন,তাদেরকে শ্রদ্ধভরে স্মরণ করছি। আজকের ভিসিটি’র প্রতিষ্ঠা বার্ষিকীতে উপস্থিত থাকতে পেরে আমি অনেক খুশি। আমাদের ভিক্টোরিয়া কলেজে নাটক মঞ্চায়নের পাশাপাশি পুরো কুমিল্লা তথা পুরো বাংলাদেশ,এমনকি দেশের বাইরেও প্রতিভার স্বাক্ষর রেখেছে ভিসিটি। ভবিষ্যতে দেশে এবং দেশের বাইরে ভিসিটি আরও অনেক সুনাম বয়ে আনবে এটা আমার দৃঢ় বিশ্বাস। ‘

ভিসিটি’র সভাপতি পৃথুল দাস বলেন-‘প্রথমেই বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি সকল শহীদদের প্রতি। যাদের অক্লান্ত পরিশ্রমের ফলে ভিসিটি আজকে সুন্দর একটি জায়গায় এসেছে,তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। আমরা যখনই কোন বিষয়ে শিক্ষকদের কাছে সহয়তা চেয়েছি,তারা আমাদের প্রতি যথেষ্ট আন্তরিকতা দেখিয়েছেন। আমরা তাদের প্রতিও কৃতজ্ঞ। আমাদের বর্তমান সদস্যরাও অনেক পরিশ্রম করেছেন। সকলকে অনেক ধন্যবাদ।’

ভিসিটি’র প্রাক্তন সভাপতি এবং অন্য সদস্যরা ভিসিটি’র ১৬ বছরে পদার্পণের শুভক্ষণে শুভেচ্ছা এবং ভালোবাসা জানান। ভিসিটিতে তাদের অভিজ্ঞতার কথা জানান এবং ভিসিটিকে সুশৃঙ্খলভাবে এগিয়ে নেয়ার জন্য দিকনির্দেশনামূলক কথা বলেন।
অনুষ্ঠানের শেষপর্যায়ে আমন্ত্রিত অতিথি,ভিসিটি’র বর্তমান ও সাবেক সকল সদস্যের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD