1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লা জেলা আইনজীবী সমিতির ম্যানেজিং কমিটির নির্বাচন ৭ই মার্চ - Dainik Cumilla
মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্রাহ্মণপাড়ায় তরুণ ও যুবসমাজের উদ্যোগে সড়কের পাশে বৃক্ষরোপণ ব্রাহ্মণপাড়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কুমিল্লায় জুলাই পুনর্জাগরণে মেডিকেল ক্যাম্প ও আলোচনা সভা চৌদ্দগ্রাম পাইলট বালিকা বিদ্যালয়ের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুমিল্লার গোমতীর পাড়ে গড়ে ওঠা অবৈধ স্থাপনায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন পারিবারিক কলহে স্ত্রীকে লাইভে রেখে ওমানে চৌদ্দগ্রামের যুবকের আত্মহত্যা চৌদ্দগ্রামে নকলের দায়ে মুন্সীরহাট ডিগ্রি কলেজের দুই এইচএসসি পরীক্ষার্থী বহিষ্কার চৌদ্দগ্রামে চিওড়া ইউপি’র অংশীজনদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় কুমিল্লায় জুলাই পুনর্জাগরণ উপলক্ষে সেনাবাহিনীর চিকিৎসা সেবা চাঁদাবাজ গ্রেফতারের সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে হুমকি

কুমিল্লা জেলা আইনজীবী সমিতির ম্যানেজিং কমিটির নির্বাচন ৭ই মার্চ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৬৪ বার পঠিত

 

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা প্রতিনিধি।।

আসছে ৭ই মার্চ বৃহস্পতিবার কুমিল্লা জেলা আইনজীবী সমিতির ২০২৪-২০২৫ সেশনের ম্যানেজিং কমিটির ম্যানেজিং কমিটির নির্বাচন। এ নির্বাচনকে সামনে রেখে গত ১৮ ফেব্রুয়ারী রবিবার সকাল ১০টা হতে বিকেল ৫টা এবং ১৯ ফেব্রুয়ারী সোমবার সকাল ১০টা হতে দুপুর ২টা পর্যন্ত মনোনয়নপত্র বিক্রয় করা হয় এবং ১৯ ফেব্রুয়ারী সোমবার সকাল ১০টা হতে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা শেষে বাছাই অন্তে ২০ ফেব্রুয়ারী মঙ্গলবার খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হয় এবং আগামী ২৫ ফেব্রুয়ারী রবিবার চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ শেষে ৭ই মার্চ বৃহস্পতিবার সকাল ৯টা হতে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ। এরমধ্যে দুপুর ১:১৫ মিনিট হতে ১:৪৫ মিনিট পর্যন্ত মধ্যাহ্ন বিরতি।

অফিস সূত্রে জানা যায়- ওই নির্বাচনে ১৫টি পদ। এরমধ্যে একজন সভাপতি, দুইজন সহ-সভাপতি, একজন সাধারণ সম্পাদক, একজন সহ-সাধারণ সম্পাদক, একজন ট্রেজারার, একজন লাইব্রেরি সেক্রেটারি, একজন তথ্য ও প্রযুক্তি সেক্রেটারি এবং একজন সেক্রেটারি এনরোলমেন্ট অব এডভোকেটস্ ক্লার্কস এন্ড ফার্ণিচার এবং একজন সেক্রেটারি রিক্রিয়েশন, কালচারাল, এফেয়ার্স এন্ড সোশ্যাল ওয়েলফেয়ার এবং পাঁচ জন মেম্বার অব দি ম্যানেজিং কমিটির সদস্য।

আরো জানা যায়- সহ-সভাপতি পদে ২টি এবং সদস্য পদে ৫টি ভোট অবশ্যই প্রদান করতে হবে। কম বা বেশি হলে প্রদত্ত ঐ পদের ভোট বাতিল হইবে। এ ছাড়াও কোন মোবাইল ফোন সঙ্গে নিয়ে ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারবেননা এবং ব্যালট পেপারের ছবি তোলাতে পারবেননা।

আরও জানা যায়- এ বছর ১৩শ ৬১জন ভোটার গোপন ব্যালটের মাধ্যমে তাদের সুশ্চিন্তিত মতামত প্রকাশ করবেন। ৩৪ পাতায় প্রকাশিত ১৩শ ৬১ ভোটারের মধ্যে ১৯৬২ সালের ৩০ জুন কুমিল্লা জেলা আইনজীবী সমিতিতে যোগদানকৃত বিজ্ঞ আইনজীবী বদিউল আলম হলেন ১নং ভোটার এবং গেলো বছর ১২ ডিসেম্বর যোগদানকৃত বিজ্ঞ আইনজীবী সুর্বণা কর্মকার হলেন সর্বশেষ ভোটার অর্থাৎ ১৩৬১নং ভোটার।

এদিকে, গত ১৫ ফেব্রুয়ারী বৃহস্পতিবার ম্যানেজিং কমিটি সভায় সিদ্ধান্ত মোতাবেক ২০২৪-২০২৫ সেশনের নির্বাচন পরিচালনা সাব কমিটির আহবায়ক হলেন কুমিল্লা জেলা আইনজীবী সমিতির দুই দুই বারের সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আবু তাহের এবং সদস্য হলেন সহ-সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ এয়াকুব আলী চৌধুরী ও এনরোলমেন্ট সেক্রেটারি এডভোকেট সৈয়দ শাহিদুল আহসান টিপু।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD