গোলাম হোসাইন তামজীদ ।।
কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৫৪ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) রাশেজ বড়ুয়া।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে চৌদ্দগ্রামের কৃষ্ণপুর মধ্য পাড়ায় মো. জাহাঙ্গীর হোসেনের (৪০) বাসা থেকে ৫৪ কেজি গাঁজা উদ্ধার করে। সেই সময় তাকেও আটক করে জেলা ডিবি পুলিশ।
চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা জানান, এ ঘটনায় চৌদ্দগ্রাম থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।