1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
রংপুরকে হারিয়ে কুমিল্লার জয় - Dainik Cumilla
বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ০২:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে লাকসামে জামায়াতের গণমিছিল বৃষ্টি উপেক্ষা করে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণ চৌদ্দগ্রামে জুলাই শহীদ জামশেদ ও মাওলানা শাহাদাতের কবর জিয়ারত করলো জামায়াত নাঙ্গলকোটে বৃষ্টিতে ভিজে জামায়াতের গণমিছিলে জনতার ঢল চৌদ্দগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জামায়াতের গণমিছিল দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট সরকার মানুষের উপর অত্যাচার নির্যাতন চালিয়েছিল বৃষ্টি উপেক্ষা করে কুমিল্লায় হাজী ইয়াছিনের নেতৃত্বে বিএনপির বিজয় মিছিল কুমিল্লা শিক্ষাবোর্ডের উদ্যোগে শহীদের কবর জিয়ারত ও দোয়া ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কুবিতে আলোচনা সভা মুরাদনগরে গণঅভ্যুত্থানে নিহত পাঁচ শহীদের কবরে প্রশাসনের শ্রদ্ধা কুমিল্লায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‌্যালী

রংপুরকে হারিয়ে কুমিল্লার জয়

  • প্রকাশিতঃ শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫৯৬ বার পঠিত

দৈনিক কুমিল্লা রিপোর্ট।।

রংপুর রাইডার্সকে হারিয়ে বিপিএলের নবম আসরে দ্বিতীয় দল হিসেবে কোয়ালিফায়ার নিশ্চিত করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আজ দিনের প্রথম ম্যাচে মাঠে নামে এই দুই দল। খেলায় টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে কুমিল্লা। লিটন-খুশদিলের ব্যাটে ভর করে দলটির বেঁধে দেওয়া ১৭৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১০৭ রানে থামে রংপুরের ইনিংস। আর এতেই ৭০ রানের জয় তুলে নিয়ে টেবিলের শীর্ষ দুইয়ে জায়গা করে নিয়েছে কুমিল্লা। পৌঁছে গেছে প্রথম কোয়ালিফায়ারের লড়াইয়ে।

দিনের শুরুতে মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দুপুর দুইটায় টসে জিতে কুমিল্লাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় রংপুর রাইডার্স। ব্যাট করতে নেমে কুমিল্লার হয়ে উদ্ধোধনী জুটিতে ৪৩ রানের পার্টনারশিপ গড়েন দুই ওপেনার মোহাম্মদ রিজওয়ান ও লিটন দাস। ২১ বলে ২৪ রান করে আজমতউল্লাহ ওমরজাঈর বলে সাজঘরে ফিরেন রিজওয়ান। এরপর দ্রুতই আউট হয়ে ফিরেন নারাইন।

তবে উইকেটের এক প্রান্ত আগলে রেখে ব্যাট করতে থাকেন লিটন দাস। সঙ্গী হিসেবে ছিলেন ইমরুল কায়েস। এই দুই ব্যাটারের সুবাদে পাওয়ার-প্লের ছয় ওভারে দুই উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ৬৩ রান তুলতে সক্ষম হয় কুমিল্লা। রাকিবুলের বলে আউট হয়ে সাজঘরে ফেরার আগে তিন চার ও তিন ছক্কার মারে ৩৩ বলে ৪৭ রান করেন লিটন।

এরপর দ্রুতই সাজঘরে ফিরেন ইমরুল। ২০ বলে ১৯ রান করেন এই বাঁহাতি ব্যাটার। এরপর ম্যাচের হাল ধরেন জাকের আলী ও খুশদিল শাহ। দুইজনে মিলে গড়েন ৭২ রানের এক অনবদ্য জুটি। ২৩ বলে ৩৪ রান করে জাকের আউট হলেও শেষ পর্যন্ত ৪০ রানে অপরাজিত থাকেন খুশদিল। এই বাঁহাতি পাকিস্তানি ব্যাটারের ইনিংসে ছিল তিন ছয় ও দুই চারের মার। সবশেষ ৫ উইকেট হারিয়ে ১৭৭ রান করে কুমিল্লা।

রংপুরের হয়ে সর্বোচ্চ দুইটি উইকেট নেন আজমতউল্লাহ ওমরজাঈ। একটি করে উইকেট নেন রাকিবুল, রিপন ও হাসান মাহমুদ।

১৭৮ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় রংপুর। ইনিংসের তৃতীয় ওভারে দলীয় ১২ রানে প্রথম উইকেট হারায় দলটি। এরপর ১৩ রান করে নারাইনের বলে সাজঘরের পথ ধরেন আরেক উদ্বোধনী ব্যাটার রনি তালুকদার। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সোহানের দল।

তবে রংপুরের হয়ে আফগান ব্যাটার রহমানউল্লাহ গুরবাজ প্রতিরোধের চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। ২ চার ও ১ ছক্কায় ২২ বলে ২৯ রান করে এই ব্যাটার ফিরলে কার্যত শেষ হয় দলটির জয়ের আশা। শেষদিকে ১২ বলে ১৬ রান করেন রাকিবুল। সবশেষ ১০৭ রানে অলআউট হয় রংপুর রাইডার্স।

কুমিল্লার হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন পেসার মুস্তাফিজুর রহমান। দুইটি করে উইকেট নেন সুনীল নারাইন ও তানভীর ইসলাম।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD