1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
রংপুরকে হারিয়ে কুমিল্লার জয় - Dainik Cumilla
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে কমপ্লিট শাটডাউন ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজার মেশিনে মাটি উত্তোলন: এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক নির্মানে অনিয়ম, দুদকের অভিযান কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে গাঁজা সরবরাহ করতে গিয়ে দর্শনার্থী নিজেই কারাগারে কুমিল্লায় বিভিন্ন বাহিনীর চাকরির নামে প্রতারণা চক্রের দালালসহ ১৩ জন গ্রেফতার লাকসামে নিখোঁজের ১ দিন পর পুকুরে মিলল ২ শিশুর মরদেহ নাঙ্গলকোটে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা কুমিল্লা নগরীর ২ মসল্লার মিলে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা কুমিল্লায় ছাত্র আন্দোলনে গুলি চালানো শুটার ফাহিমসহ বিভিন্ন মামলায় ১৩ জন গ্রেপ্তার কুমিল্লায় শিক্ষার্থীদের ওপর গুলি করা সেই ফাহিম গ্রেফতার

রংপুরকে হারিয়ে কুমিল্লার জয়

  • প্রকাশিতঃ শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫৩২ বার পঠিত

দৈনিক কুমিল্লা রিপোর্ট।।

রংপুর রাইডার্সকে হারিয়ে বিপিএলের নবম আসরে দ্বিতীয় দল হিসেবে কোয়ালিফায়ার নিশ্চিত করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আজ দিনের প্রথম ম্যাচে মাঠে নামে এই দুই দল। খেলায় টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে কুমিল্লা। লিটন-খুশদিলের ব্যাটে ভর করে দলটির বেঁধে দেওয়া ১৭৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১০৭ রানে থামে রংপুরের ইনিংস। আর এতেই ৭০ রানের জয় তুলে নিয়ে টেবিলের শীর্ষ দুইয়ে জায়গা করে নিয়েছে কুমিল্লা। পৌঁছে গেছে প্রথম কোয়ালিফায়ারের লড়াইয়ে।

দিনের শুরুতে মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দুপুর দুইটায় টসে জিতে কুমিল্লাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় রংপুর রাইডার্স। ব্যাট করতে নেমে কুমিল্লার হয়ে উদ্ধোধনী জুটিতে ৪৩ রানের পার্টনারশিপ গড়েন দুই ওপেনার মোহাম্মদ রিজওয়ান ও লিটন দাস। ২১ বলে ২৪ রান করে আজমতউল্লাহ ওমরজাঈর বলে সাজঘরে ফিরেন রিজওয়ান। এরপর দ্রুতই আউট হয়ে ফিরেন নারাইন।

তবে উইকেটের এক প্রান্ত আগলে রেখে ব্যাট করতে থাকেন লিটন দাস। সঙ্গী হিসেবে ছিলেন ইমরুল কায়েস। এই দুই ব্যাটারের সুবাদে পাওয়ার-প্লের ছয় ওভারে দুই উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ৬৩ রান তুলতে সক্ষম হয় কুমিল্লা। রাকিবুলের বলে আউট হয়ে সাজঘরে ফেরার আগে তিন চার ও তিন ছক্কার মারে ৩৩ বলে ৪৭ রান করেন লিটন।

এরপর দ্রুতই সাজঘরে ফিরেন ইমরুল। ২০ বলে ১৯ রান করেন এই বাঁহাতি ব্যাটার। এরপর ম্যাচের হাল ধরেন জাকের আলী ও খুশদিল শাহ। দুইজনে মিলে গড়েন ৭২ রানের এক অনবদ্য জুটি। ২৩ বলে ৩৪ রান করে জাকের আউট হলেও শেষ পর্যন্ত ৪০ রানে অপরাজিত থাকেন খুশদিল। এই বাঁহাতি পাকিস্তানি ব্যাটারের ইনিংসে ছিল তিন ছয় ও দুই চারের মার। সবশেষ ৫ উইকেট হারিয়ে ১৭৭ রান করে কুমিল্লা।

রংপুরের হয়ে সর্বোচ্চ দুইটি উইকেট নেন আজমতউল্লাহ ওমরজাঈ। একটি করে উইকেট নেন রাকিবুল, রিপন ও হাসান মাহমুদ।

১৭৮ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় রংপুর। ইনিংসের তৃতীয় ওভারে দলীয় ১২ রানে প্রথম উইকেট হারায় দলটি। এরপর ১৩ রান করে নারাইনের বলে সাজঘরের পথ ধরেন আরেক উদ্বোধনী ব্যাটার রনি তালুকদার। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সোহানের দল।

তবে রংপুরের হয়ে আফগান ব্যাটার রহমানউল্লাহ গুরবাজ প্রতিরোধের চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। ২ চার ও ১ ছক্কায় ২২ বলে ২৯ রান করে এই ব্যাটার ফিরলে কার্যত শেষ হয় দলটির জয়ের আশা। শেষদিকে ১২ বলে ১৬ রান করেন রাকিবুল। সবশেষ ১০৭ রানে অলআউট হয় রংপুর রাইডার্স।

কুমিল্লার হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন পেসার মুস্তাফিজুর রহমান। দুইটি করে উইকেট নেন সুনীল নারাইন ও তানভীর ইসলাম।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD