1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
কুমিল্লা বোর্ডে ২৭৩টি কেন্দ্রে শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা, পরীক্ষার্থী ১ লাখ ৮০ হাজার - Dainik Cumilla
সোমবার, ১৭ মার্চ ২০২৫, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লা ট্রমা হাসপাতালে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ আমার পরিচয়ে কেউ তদবির-চাঁদাবাজি করলে আইনি ব্যবস্থা নিন: আবু রায়হান দুর্নীতি, সন্ত্রাস ও মাদকমুক্ত আধুনিক দেশ গড়তে যোগ্য ও সৎ মানুষের বিকল্প নেই…ডক্টর এডভোকেট মোবারক হোসাইন ব্রাহ্মণপাড়ার সালদানদী বিজিবির অভিযানে দুই ভারতীয় নাগরিক আটক ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজার মেশিন মালিকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা, ৬শ ফোট পাইপ বিনষ্ট কুমিল্লায় বিজিবির অভিযানে ২৭ লাখ টাকার ভারতীয় আতশবাজি জব্দ কুমিল্লায় ১২ মামলার আসামি ইয়বাসহ গ্রেফতার ব্রাহ্মণপাড়ায় ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাচ্ছে প্রায় ৩৭ হাজার শিশু চৌদ্দগ্রামে পরিবারের সাথে অভিমানে বিষপানে গৃহবধূর আত্মহত্যা দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় এক অটোরিকশাচালক নিহত

কুমিল্লা বোর্ডে ২৭৩টি কেন্দ্রে শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা, পরীক্ষার্থী ১ লাখ ৮০ হাজার

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৪০ বার পঠিত

নেকবর হোসেন
কুমিল্লা প্রতিনিধি

সারা দেশের ন্যায় কুমিল্লা বোর্ডেও আজ থেকে শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা। বোর্ডের অধীনে ৬টি জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৮০ হাজারে ৫২৭ জন। এর মধ্যে ছেলে পরীক্ষার্থী ৭৪ হাজার ৯৮১ জন এবং মেয়ে পরীক্ষার্থী ১ লাখ ৫ হাজার ৫৪৬ জন। কুমিল্লায়, নোয়াখালী, ফেণী, লক্ষীপুর, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলার ১ হাজার ৭ শ ৮৪টি প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা ২৭৩টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেবেন।

এ দিকে জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান বলেন, এসএসসি পরীক্ষার্থীরা যেন নির্বিঘœ পরিবেশে পরীক্ষা দিতে পারে সে ব্যাপারে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকতে পারে। পরীক্ষার সময় সড়কে যেন যানজট তৈরী না হয় সে ব্যাপারে সচেষ্ট থাকতে হবে। কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, বোর্ডে সবচেয়ে বেশি পরীক্ষার্থীর সংখ্যা কুমিল্লা জেলায়, ৬২ হাজার ৪৬৯ জন। নোয়াখালী জেলায় পরীক্ষার্থীর সংখ্যা ৩১ হাজার ৮৫৫ জন, ফেণী জেলায় ১৭ হাজার ২৯৮ জন, লক্ষীপুর জেলায় ১৬ হাজার ২৯২ জন, চাঁদপুর জেলায় ২৭ হাজার ৪৬৩ জন, ব্রাহ্মণবাড়িয়া জেলায় ২৫ হাজার ১৫০ জন।

বিভাগ ভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, মানবিক,বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষায় প্রায় সমান সংখ্যক পরীক্ষার্থী এবার অংশ নিচ্ছেন। বিজ্ঞান বিভাগে পরীক্ষার্থীর সংখ্যা ৬০ হাজার ৭৩৭জন, মানবিক বিভাগে ৬০ হাজার ২৯৩ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৫৯ হাজার ৪৯৭ জন।

বোর্ড চেয়ারম্যান ড. মোঃ নিজামুল করিম জানান সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত করার লক্ষ্যে সর্বাত্মক ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

কুমিল্লা বোর্ড ৬টি ভিজিল্যান্স টীম গঠন করেছে। তারা পরীক্ষার সকল বিষয় পর্যবেক্ষণ করবেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD