নিজস্ব প্রতিবেদক।।
আজ ১৪ ফেব্রুয়ারী বুধবার সারাদেশে ন্যায় কুমিল্লায়ও বিপুল উৎসাহউদ্দীপনায় আনন্দঘন পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব বিদ্যার ও ললিতকলার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়। ঢাক-ঢোল-কাঁসর, শঙ্খ ও উলুধ্বনিতে মুখরিত হয়ে উঠে জেলার বিভিন্ন পূজামণ্ডপ।
তদুপলক্ষে দেবীর পূজা, শিশুদের হাতেখড়ি শেষে পুষ্পাঞ্জলি, হোম ও ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয় এবং সন্ধ্যায় আরতি, নৃত্যানুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
শাস্ত্রমতে, প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে শ্বেতশুভ্র কল্যাণময়ী বিদ্যাদেবীর বন্দনা করা হয়।
এদিকে, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার আইসিটি সম্পাদক এডভোকেট তাপস চন্দ্র সরকার বলেন- ঐশ্বর্যদায়িনী, বুদ্ধিদায়িনী, জ্ঞানদায়িনী, সিদ্ধিদায়িনী, মোক্ষদায়িনী এবং শক্তির আধার হিসেবে বিভিন্ন স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরাই সরস্বতী দেবীর আরাধনা করে থাকেন। দেবীর এক হাতে বেদ, অন্য হাতে বীণা। এজন্য তাকে বীণাপানিও বলা হয়। হিন্দু সম্প্রদায়ের বিশ্বাস, জ্ঞান ও বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী তার আশীর্বাদের মাধ্যমে মানুষের চেতনাকে উদ্দীপ্ত করতে প্রতি বছর আবির্ভূত হন ভক্তদের মাঝে।