1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
কুবিতে কনসার্টকে ঘিরে গাঁজার আসর - Dainik Cumilla
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৭ কিলোমিটারজুড়ে তীব্র যানজট কুমিল্লা টেলিস্কোপের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদ্‌যাপন। কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে কমপ্লিট শাটডাউন ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজার মেশিনে মাটি উত্তোলন: এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক নির্মানে অনিয়ম, দুদকের অভিযান কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে গাঁজা সরবরাহ করতে গিয়ে দর্শনার্থী নিজেই কারাগারে কুমিল্লায় বিভিন্ন বাহিনীর চাকরির নামে প্রতারণা চক্রের দালালসহ ১৩ জন গ্রেফতার লাকসামে নিখোঁজের ১ দিন পর পুকুরে মিলল ২ শিশুর মরদেহ নাঙ্গলকোটে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা কুমিল্লা নগরীর ২ মসল্লার মিলে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

কুবিতে কনসার্টকে ঘিরে গাঁজার আসর

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৩৪ বার পঠিত

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সেন্ট্রাল ফিল্ডে হ্যাপি নিউ ইয়ার কনসার্টকে ঘিরে গাঁজা সহ বিভিন্ন মাদকের আসর বসতে দেখা গিয়েছে। বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে শুরু করে কেন্দ্রীয় খেলার মাঠের সর্বত্র বহিরাগতদের গাঁজা সেবন করতে দেখা গেছে।

বুধবার (৩১ জানুয়ারি) হওয়া কনসার্টে গাঁজার আসর বসলেও প্রক্টরিয়াল বডি কিংবা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখা পাওয়া যায়নি।

এদিকে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে অবাধে মাদকসেবন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

ক্যাম্পাসে প্রকাশ্যে গাঁজা সেবনের জন্য নিরাপত্তা ব্যবস্থাকে দায়ী করে শিক্ষার্থী ইরফানুল ইসলাম বলেন, বহিরাগতরা মাদক দ্রব্য নিয়ে বিশ্ববিদ্যালয়ের ভিতরে প্রবেশ করতে পেরেছে তাই এমনটা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে এমন কনসার্টের আয়োজন করা দরকার ছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের।

সাইফুল ইসলাম নামের আরেক শিক্ষার্থী বলেন, বিশ্ববিদ্যালয় মুক্তচিন্তার হবে তা স্বাভাবিক। কিন্তু এটা কেমন সংস্কৃতি জানি না! একদিকে গান চলতেছে অন্য দিকে গোল হয়ে বসে গাঁজার আসর চলতেছে। এটা সাধারণ শিক্ষার্থীদের জন্য অস্বস্তিতে পড়তে হচ্ছে। প্রশাসনের এদিকে দেখার উচিত ছিল।

নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মার্জিয়া সুলতানা মুন বলেন, মাদকসেবীদের কারণে একদিকে নষ্ট হচ্ছে বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক পরিবেশ; আরেক দিকে অনুষ্ঠান উপভোগ করতে আসা শিক্ষক-শিক্ষার্থীদের পড়তে হচ্ছে অস্বস্তিকর অবস্থায়। এমনকি পরিবারের লোকজনকে নিয়ে এসেও বিব্রত হতে হচ্ছে আমাদের।

সেন্ট্রাল ফিল্ডে অবাধে মাদকসেবনের পরেও প্রক্টরিয়াল বডির অনুপস্থিতির বিষয়ে জানতে চাইলে, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী বলেন, আমাদের সামনে এখনো কাউকে মাদক সেবন করতে দেখি নি। কাউক পেলে আমরা ব্যবস্থা নিবো। প্রক্টরিয়াল বডির সদস্যরা মাঠে বিষয়টি দেখছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD