1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুসিক অংকনশালায় প্রতিবছর এক হাজারেরও বেশি শিশু ছবি আঁকা শিখে - Dainik Cumilla
শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
ডিসেম্বরে নির্বাচন দেন,সেনাবাহিনী প্রস্তুত আছে-কুমিল্লায় বরকত উল্লাহ বুলু জিয়ার জন্মদিনে দোয়া ও মিলাদ মাহফিল পিআর পদ্ধতিতে নির্বাচন হলে ৫৪ বছরের কলঙ্কমুক্ত হবে দেশ: জামায়াত নেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মু. তাহের “ইসলাম ছাড়া অন্য কোন তন্ত্র মন্ত্রে শ্রমিকরা আর যাবে না” -আব্দুস সালাম আবৃত্তি সংসদ কুমিল্লার কার্যকরী কমিটি পুনর্গঠন সভাপতি-সুমনা, সাধারণ সম্পাদক-আকাইদ বেগম খালেদা জিয়ার জন্মদিনে নাঙ্গলকোটের মৌকরা ইউনিয়নের বিষ্ণপুর ওয়ার্ড যুবদলের দোয়া ও মিলাদ মাহফিল বুড়িচংয়ে মা-মেয়ের আত্মহত্যা সৎকার কাজে উপজেলা প্রশাসনের সহায়তা চৌদ্দগ্রামে শ্বাসরোধে গৃহবধূকে হত্যার অভিযোগ, থানায় মামলা আলাউদ্দিন মেম্বারের কবর জিয়ারত ও আলিয়ারা গ্রামবাসীর সাথে জামায়াত প্রার্থী ইয়াছিন আরাফাতের মতবিনিময় কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় চুরি করা মোবাইল বিক্রি করতে গিয়ে ২ চোর আটক, গাছে বেঁধে গণধোলাই

কুসিক অংকনশালায় প্রতিবছর এক হাজারেরও বেশি শিশু ছবি আঁকা শিখে

  • প্রকাশিতঃ শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪
  • ৫৩৪ বার পঠিত

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা।।

সিটি কর্পোরেশন অংকনশালা ও শিল্পচর্চা কেন্দ্রটি ২০১৯ সালে ২০ আগস্ট মঙ্গলবার কুমিল্লা নগর উদ্যানে সেমিপাকা এক কক্ষ বিশিষ্ট একচালা বিল্ডিং নির্মাণ করে প্রতিষ্ঠা করা হয়। এটি সিটি কর্পোরেশনের একটি সেবামূলক ভর্তূকি প্রতিষ্ঠান। এখানে নাম মাত্র ফি দিয়ে শিশুরা ছবি আঁকা শিখে থাকেন। এতে সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধী শিশুরা অগ্রাধিকার পায়। হতদরিদ্র শিশুদের খরচ প্রতিষ্ঠান বহন করে থাকে (যেমন: রং, পেন্সিল ও খাতা ইত্যাদি)। এই প্রতিষ্ঠানে ধনী-গরীব যেকেনো শিশু ছবি আঁকার জন্য ভর্তি হতে পারে। এ প্রতিষ্ঠানে প্রতি বছর এক হাজারেরও বেশি শিশু ছবি আঁকা শিখে। এছাড়াও প্রতি বছর বার্ষিক চিত্র প্রদর্শনী ও ম্যাগাজিন বের করা হয়। এটিই কুমিল্লাতে একমাত্র অংকনশালা যেখানে শিশুরা সপ্তাহে ০৭ (সাত) দিনই ছবি আঁকা শিখে থাকেন। এই প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা তৎকালীন সময়ের কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র মোঃ মনিরুল হক সাক্কু এবং এর সভাপতি ছিলেন সদ্য প্রয়াত কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র আরফানুল হক রিফাত।

এই প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহাম্মদ শাহীন স্কুল জীবন থেকেই অনুপ্রাণিত হন ছবি আঁকার কাজে। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি ছাত্রজীবনেই আঁকা-আঁকিতে হাতেখড়ি হয় তাঁর। বন্ধুদের সাথে প্রতিযোগিতার পাশাপাশি স্কুলেও ছবি আঁকার প্রতিযোগিতায় অংশগ্রহণ করতেন তিনি। তখন থেকেই ছবি আঁকায় আত্মনিবেশ করেন নিজেকে। শুধুমাত্র রং ও তুলী নিয়েই প্রাতিষ্ঠানিকভাবে শুরু করেন ছবি আঁকানোর কাজ। অনেক প্রশংসাও কুড়িয়েছেন তিনি। মোঃ শাহীন নিরলসভাবে শিশুদের শিক্ষার জন্য কাজ করে যাচ্ছে। এই প্রতিষ্ঠানের মাধ্যমে শিশুরা তাদের মনের ইচ্ছাগুলোকে রং-তুলিতে রূপ দিতে পারে।

একান্ত আলাপচারিতায় সিটি কর্পোরেশন অংকনশালা ও শিল্পচর্চা কেন্দ্রের অধ্যক্ষ মোহাম্মদ শাহীন বলেন, সুন্দর ছবি আঁকা একধরণের প্রতিভা। তিনি বলেন- “যত দিন কাজ করার সুযোগ থাকবে ততদিন ছবি আঁকার কাজ করবো।”
এদিকে, কুমিল্লা সিটি কর্পোরেশন অংকনশালা ও শিল্পচর্চা কেন্দ্রে কোনো শিশুকে ভর্তি করতে চাইলে নিম্নলিখিত মোবাইলে ফোন করে বিস্তারিত জানুন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD