1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দেবিদ্বারে এমপি আবুল কালাম আজাদকে গণসংবর্ধনা - Dainik Cumilla
বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে ইউনিয়ন বিএনপি’র পুনরায় গ্রহণযোগ্য সম্মেলন দাবিতে সংবাদ সম্মেলন চৌদ্দগ্রামে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত চৌদ্দগ্রামে বিনাধান-১৯, ২১ ও ব্রি ধান-৪৮ এর মূল্যায়ন শীর্ষক মাঠ দিবস পালিত লাকসামে যুব দিবসে আলোচনা সভা কুমিল্লায় ৭৫ বোতল স্কাফসহ একজন মাদক কারবারিকে আটক কুমিল্লায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন কুমিল্লা নগরীতে সেনাবাহিনীর অভিযানে ছাত্রলীগ নেতা রকি গ্রেফতার জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বুড়িচংয়ে আলোচনা,সনদ প্রদান ও চেক বিতরণ নাঙ্গলকোটে বিএনপির আমি-ডামি নির্বাচন বর্জন করে সংবাদ সম্মেলন কুমিল্লায় বিএনপির কাউন্সিল প্রার্থীদের মনোনয়ন জমা, বাছাই-প্রতীক বরাদ্দ সম্পন্ন

দেবিদ্বারে এমপি আবুল কালাম আজাদকে গণসংবর্ধনা

  • প্রকাশিতঃ বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪
  • ৫১৭ বার পঠিত

স্টাফ রিপোর্টার।।

কুমিল্লার দেবিদ্বারে নবনির্বাচিত সংসদ মো. আবুল কালাম আজাদকে সংবর্ধনা দেয়া হয়েছে। বুধবার (২৪ জানুয়ারি) বিকালে ইউসুফপুর আইডিয়াল হাইস্কুল মাঠে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় আওয়ামী লীগের শত শত নেতা-কর্মীদের ফুলেল শুভেচ্ছা আর ভালোবাসায় সিক্ত হন এমপি আবুল কালাম আজাদ।

এর আগে ব্যাপক শোডাউন ও গাড়িবহর নিয়ে এমপি আবুল কালাম আজাদ ইউসুফপুরে আসেন। এ সময় স্থানীয় নেতা-কর্মীরা ফুল ছিটিয়ে তাকে বরণ করে নেন। তাকে এক নজর দেখার জন্য রাস্তাঘাটে হাজার হাজার নারী পুরুষ ভীর জমান।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, দেবিদ্বারে নবনির্বাচিত সংসদ মো. আবুল কালাম আজাদ।  ইউসুফপুর ইউপি চেয়ারম্যান মো. জাহারিয়া ম্যানেজারের সভাপতিত্বে গণসংবর্ধনায় বক্তব্য রাখেন, বরকামতা ইউপির চেয়ারম্যান মো. নুরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি লুৎফর রহমান বাবুল, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. মিজানুর রহমান, পৌর আওয়ামীলীগ ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি এমএ কাইয়ুম ভূঁইয়া, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মো. কাউছার হায়দার, গুনাইঘর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাসেল সরকার, ইউসুফপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা অ্যাডভোকেট মাজহারুল হক মামুন, আমেরিকা প্রবাসী জাহাঙ্গীর হোসেন সরকার, ইউপি সদস্য বিল্লাল হোসেন, শাহজাহান, আবুল বাসার।

সংবর্ধনা অনুষ্ঠানে শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন স্থানীয় ও জাতীয় শিল্পীরা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD