1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় নতুন বই পেয়ে আনন্দে মাতোয়ারা শিক্ষার্থীরা - Dainik Cumilla
মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে বিএনপির আমি-ডামি নির্বাচন বর্জন করে সংবাদ সম্মেলন কুমিল্লায় বিএনপির কাউন্সিল প্রার্থীদের মনোনয়ন জমা, বাছাই-প্রতীক বরাদ্দ সম্পন্ন কুমিল্লায় ইয়াবা, গাঁজা ও স্কাফসহ আটক ৩ কুমিল্লায় পরকীয়ার কারণে চার টুকরো খুনে ব্যবহৃত কুড়াল ও ছুরি উদ্ধার, স্বামী-স্ত্রী দুইজনকে আসামি করে মামলা কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগী শনাক্ত ৯ জন, হাসপাতালে ভর্তি ২৬ জবি ছাত্রী অবন্তিকার মৃত্যু: অব্যহতি পেলেন সহকারী প্রক্টর দ্বীন ইসলাম লাকসামে অনার্স নবীন শিক্ষার্থীদের বরণ করলো নওয়াব ফয়জুন্নেছা কলেজ ছাত্রশিবির দীর্ঘ ১৩ বছর পর লাকসাম উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত কুমিল্লায় ৫০ লাখ টাকার ভারতীয় সিটিরিজিন ট্যাবলেট আটক সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মুরাদনগরে মানববন্ধন

কুমিল্লায় নতুন বই পেয়ে আনন্দে মাতোয়ারা শিক্ষার্থীরা

  • প্রকাশিতঃ সোমবার, ১ জানুয়ারী, ২০২৪
  • ৬৬৯ বার পঠিত

নেকবর হোসেন
কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় নতুন বছরের প্রথম দিন প্রতিটি স্কুলে পাঠ্যপুস্তক উৎসব উদযাপিত হয়েছে। এ উপলক্ষে জেলার ১৭টি উপজেলার শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন বই তুলে দেওয়া হয়।

আজ সোমবার (১ জানুয়ারি) সকাল ১০টায় জেলার বিভিন্ন স্কুলে বই উৎসব শুরু হয়।

কুমিল্লার প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, জেলার সরকারি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়,মাদরাসা, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে এ নতুন বই তুলে দেওয়া হয়েছে। ইতোমধ্যে প্রত্যেক উপজেলা শিক্ষা অফিসের মাধ্যমে বিভিন্ন স্কুলে আগেই বই পৌঁছে গেছে।
এদিকে নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীরা আনন্দে মাতোয়ারা হয়ে ওঠে। তারা নতুন বইয়ের গন্ধ শুঁকে এবং পাতা উল্টে নতুন ঘ্রাণ নেয়। ২০২৪ সালের প্রথম দিনে কুমিল্লায় প্রায় ১ কোটি ২৭ লক্ষ ১৫ হাজার ৮শত ৬০টি বই বিতরণ করা হবে।

নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে খুদে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করছেন জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান ও মাউশি কুমিল্লা অঞ্চলের উপ-পরিচালক মো. রফিকুল ইসলাম।

কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু: মুশফিকুর রহমান বলেন, উৎসবের মধ্যদিয়ে আজ কুমিল্লার সকল শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হচ্ছে।
জেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, জেলায় মাদরাসা, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ের ৯৮৫টি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ৯৬ লাখ ৯০ হাজার ৬১৩টি বইয়ের চাহিদা রয়েছে। এর মধ্যে ৮০ লাখ বই ইতোমধ্যে কুমিল্লায় পৌঁছেছে।

এছাড়া জেলার ২ হাজার ১১০ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ১ হাজার ৭শত ৪৬টি বেসরকারি কিন্ডার গার্টেনের ৭ লাখ ৩৩ হাজার ৭৪১ জন ছাত্র-ছাত্রীদের মাঝে ২৯ লক্ষ ২১হাজার ৯৫৮টি বই বিতরণ করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD