সাকলাইন যোবায়ের ।।
গত ২ দিন যাবত কুমিল্লায় জেলা পুলিশ সুপার এর একটি বানোয়াট বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এতে পুলিশ সুপারের কার্যালয়ের প্রেস ব্রিফিং এর একটি ছবির সাথে লেখা দেখা যায়, ” কেউ যদি ব্যালোটে হাত দেয় তাকে বুলেটের মাধ্যমে জবাব দেয়া হবে। ”
জেলা পুলিশের মনোগ্রাম এবং কুমিল্লা পুলিশ সুপারের নাম ব্যবহার করে তা দুই দিন যাবত বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে।
কুমিল্লা জেলা পুলিশ সুপারের এমন একটি বক্তব্য পোস্টার বানিয়ে ফেসবুকে ভাইরাল হয়েছে। পোস্টারে দেখা যায় কুমিল্লা জেলা পুলিশ সুপার কার্যালয় প্রেস গিফিং এর রুমের একটি ছবি নিচে এ লেখা রয়েছে। শুক্রবার ( ২৯ ডিসেম্বর) দুপুর ১২ টা ৪০ মিনিটে কুমিল্লা জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান পিপিএম বার বলেন, আমরা কখনো এমন বক্তব্য কোথাও দেইনি। পুলিশ সুপার বলেন, কুমিল্লার ১৭ টি উপজেলার বিভিন্ন উপজেলায় প্রিজাইডিং অফিসার ও সহকারি প্রজাইডিং অফিসার এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সভায় এটা বলেছি যে, কেউ ব্যালট পেপারে ছিনিয়ে নেয়র চেষ্টা করে বা কোন আরাজকতার সৃষ্টি করলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইন অনুযায়ী আমরা তাকে কঠোর ভাবে দমন করা হবে । তিনি আরো জানান আমি কখনো এরকম বক্তব্য দেয়নি ” কেউ যদি ব্যালোটে হাত দেয় তাকে বুলেটের মাধ্যমে জবাব দেয়া হবে। ”
এটা ছন্দের মিল করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে পুলিশের বক্তব্য হিসেবে চালিয়ে দেওয়া হচ্ছে। পুলিশের ভাষা কখনোই এতটা অমার্জিত হতে পারে না। এটা পুলিশের ভাষা হতে পারে না। আমাদের প্রেস ব্রিফিংয়ে এবং কথা বললে আপনারাই আগে জানবেন এবং আমাদের জেলা পুলিশের পেইজেে প্রকাশ করা হবে। আমাদের কুমিল্লা জেলা পুলিশের পেইজে এমন কোন বক্তব্য নেই।
আমরা কুমিল্লার ১৭ টি উপজেলায় নির্বাচন উপলক্ষে প্রিজাইডিং অফিসার এবং সংশ্লিষ্ট সবাই এটা সবাই এটাই বলেছি যে ব্যালট পেপার নিয়ে কেউ পরিস্থিতি অন্যরকম করলে তা রাষ্ট্রের আইন অনুযায়ী কঠোর ভবে দমন করা হবে।
জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান এ ধরনের কোন মিথ্যা বক্তব্য
সাংবাদিকদের নিজের ফেসবুক বা কোন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার না করার অনুরোধ জানান।