1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় পুলিশ সুপারের নাম ব্যবহার করে বানোয়াট বক্তব্য ভাইরাল - Dainik Cumilla
সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভোটের মাঠে আসছে “সুন্নি ও সূফী পন্থী” নতুন ইসলামী নির্বাচনী জোট! ঘোলপাশা ইউনিয়ন বিএনপি’র স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক হলেন রিয়াজ উদ্দিন বুড়িচংয়ের ভরাসার বাজারে জমি নিয়ে দ্বন্দ্বে যুবদল নেতার হামলায় বিএনপি নেতা আহত ঘোলপাশা ইউনিয়ন বিএনপি’র প্রচার সম্পাদক হলেন খোরশেদ আলম তরুণদের দেওয়া রক্তের বিচার না করে আমরা নির্বাচন চাই না: ড. মোবারক হোসাইন বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ’র মতবিনিময় সভা অনুষ্ঠিত কুমিল্লা জেনারেল হাসপাতালে এ বছরের সাত মাসেই বহির্বিভাগের চিকিৎসা নিয়েছেন ২ লাখ ৩০ হাজার রোগী ব্রাহ্মণপাড়ায় এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের শিবিরের সংবর্ধণা কুমিল্লায় এশিয়া বাসচাপায় তিশা ট্রান্সপোর্টের সুপারভাইজার নিহত ডিসেম্বরে নির্বাচন দেন,সেনাবাহিনী প্রস্তুত আছে-কুমিল্লায় বরকত উল্লাহ বুলু

কুমিল্লায় পুলিশ সুপারের নাম ব্যবহার করে বানোয়াট বক্তব্য ভাইরাল

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩
  • ৩৪৯ বার পঠিত

সাকলাইন যোবায়ের ।।

গত ২ দিন যাবত কুমিল্লায় জেলা পুলিশ সুপার এর একটি বানোয়াট বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এতে পুলিশ সুপারের কার্যালয়ের প্রেস ব্রিফিং এর একটি ছবির সাথে লেখা দেখা যায়, ” কেউ যদি ব্যালোটে হাত দেয় তাকে বুলেটের মাধ্যমে জবাব দেয়া হবে। ”

জেলা পুলিশের মনোগ্রাম এবং কুমিল্লা পুলিশ সুপারের নাম ব্যবহার করে তা দুই দিন যাবত বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে।
কুমিল্লা জেলা পুলিশ সুপারের এমন একটি বক্তব্য পোস্টার বানিয়ে ফেসবুকে ভাইরাল হয়েছে। পোস্টারে দেখা যায় কুমিল্লা জেলা পুলিশ সুপার কার্যালয় প্রেস গিফিং এর রুমের একটি ছবি নিচে এ লেখা রয়েছে। শুক্রবার ( ২৯ ডিসেম্বর) দুপুর ১২ টা ৪০ মিনিটে কুমিল্লা জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান পিপিএম বার বলেন, আমরা কখনো এমন বক্তব্য কোথাও দেইনি। পুলিশ সুপার বলেন, কুমিল্লার ১৭ টি উপজেলার বিভিন্ন উপজেলায় প্রিজাইডিং অফিসার ও সহকারি প্রজাইডিং অফিসার এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সভায় এটা বলেছি যে, কেউ ব্যালট পেপারে ছিনিয়ে নেয়র চেষ্টা করে বা কোন আরাজকতার সৃষ্টি করলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইন অনুযায়ী আমরা তাকে কঠোর ভাবে দমন করা হবে । তিনি আরো জানান আমি কখনো এরকম বক্তব্য দেয়নি ” কেউ যদি ব্যালোটে হাত দেয় তাকে বুলেটের মাধ্যমে জবাব দেয়া হবে। ”

এটা ছন্দের মিল করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে পুলিশের বক্তব্য হিসেবে চালিয়ে দেওয়া হচ্ছে। পুলিশের ভাষা কখনোই এতটা অমার্জিত হতে পারে না। এটা পুলিশের ভাষা হতে পারে না। আমাদের প্রেস ব্রিফিংয়ে এবং কথা বললে আপনারাই আগে জানবেন এবং আমাদের জেলা পুলিশের পেইজেে প্রকাশ করা হবে। আমাদের কুমিল্লা জেলা পুলিশের পেইজে এমন কোন বক্তব্য নেই।
আমরা কুমিল্লার ১৭ টি উপজেলায় নির্বাচন উপলক্ষে প্রিজাইডিং অফিসার এবং সংশ্লিষ্ট সবাই এটা সবাই এটাই বলেছি যে ব্যালট পেপার নিয়ে কেউ পরিস্থিতি অন্যরকম করলে তা রাষ্ট্রের আইন অনুযায়ী কঠোর ভবে দমন করা হবে।

জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান এ ধরনের কোন মিথ্যা বক্তব্য
সাংবাদিকদের নিজের ফেসবুক বা কোন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার না করার অনুরোধ জানান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD