1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লার ১১ আসনে কোন প্রার্থী কী প্রতীক পেলেন - Dainik Cumilla
রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
চৌদ্দগ্রামে কনকাপৈত ইউনিয়নে ০৯নং ওয়ার্ড বিএনপি’র দোয়া ও ইফতার মাহফিল মাহে রমজান সংযম, ত্যাগ, ধৈর্য্য ও শৃঙ্খলার শিক্ষা দেয়: সফিকুর রহমান ব্রাহ্মণপাড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইফতার ও দোয়া মাহফিল কুমিল্লায় ৩ কোটি টাকার ভারতীয় অবৈধ আতশবাজি আটক কুমিল্লা আলিয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল মুফতি আব্দুল মতিনের প্রথম জানাজায় মুসল্লিদের ঢল ভিক্টোরিয়া কলেজ থিয়েটার (ভিসিটি)’র ইফতার মাহফিল সম্পন্ন মনোহরগঞ্জের বিপুলাসারে চাঁদা না পেয়ে প্রবাসীর উপর হামলা কুমিল্লায় বিজিবি’র অভিযানে ১ কোটি ১৯ লক্ষ টাকার অবৈধ ভারতীয় বাজি জব্দ নাঙ্গলকোটে ধর্ষণ মামলায় যুবলীগ নেতা শ্রীঘরে বিএনপির বিরুদ্ধে বিভিন্ন প্রোপাগান্ডা হচ্ছে। যারা লুটপাট করছে তাদের কথা আসছে না -বরকত উল্লাহ বুলু

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লার ১১ আসনে কোন প্রার্থী কী প্রতীক পেলেন

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ৯৯ বার পঠিত

নেকবর হোসেন
কুমিল্লা প্রতিনিধি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে উৎসবমুখর পরিবেশে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সোমবার (১৮ ডিসেম্বর) জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান ১১টি আসনের ৮৮জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেন।
এর মধ্যে কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস সবুর  পেয়েছেন নৌকা প্রতীক, জাতীয় পার্টির দলীয় প্রার্থী আমির হোসেন নাঙ্গল প্রতীক, বাংলাদেশ তরিকত ফেডারেশনের মো: জাকির হোসেন ফুলের মালা প্রতীক, তৃণমুল বিএনপি’র প্রার্থী সুলতান গিয়াস উদ্দিন সোনালী আঁশ প্রতীক, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মো: জসিম উদ্দিন ভূইয়া ছড়ি প্রতীক, ইসলামী ঐক্যজোটের মাও. মো: নাছির উদ্দিন মিনার প্রতীক, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) বড়–য়া মনোজিত ধীমন মশাল প্রতীক।
কুমিল্লা-২ (হোমনা-মেঘনা) আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী সেলিমা আহমাদ মেরী পেয়েছেন নৌকা প্রতীক, স্বতন্ত্র প্রার্থী আব্দুল মজিদ পেয়েছেন ট্রাক প্রতীক, বাংলাদেশ সুপ্রিম পার্টির আব্দুছ ছালাম একতারা প্রতীক, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের আব্দুস সালাম মোমবাতি প্রতীক, জাতীয় পার্টির এ.টি.এম মঞ্জুরুল ইসলাম নাঙ্গল প্রতীক, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মাওলানা সুলতান মহিউদ্দিন বটগাছ প্রতীক, ইসলামী ঐক্যজোটের মো: আলতাফ হোসাইন মিনার প্রতীক, তৃণমূল বিএনপি’র মো: মাঈনুদ্দিন সোনালী আঁশ প্রতীক, স্বতন্ত্র প্রার্থী মো: শফিকুল আলম ঈগল প্রতীক, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের সিরাজুল টম সুডেন ছড়ি প্রতীক।
কুমিল্লা-৩ মুরাদনগর আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী ইউসুফ আব্দুল্লাহ হারুন পেয়েছেন নৌকা প্রতীক, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির ফোরকান উদ্দিন আহাম্মদ কুড়ে ঘর প্রতীক, কৃষক শ্রমিক জনতা লীগের বসির আহম্মদ  গামছা প্রতীক, জাকের পার্টির বেনজির আলম অনন গোলাপ ফুল প্রতীক, বাংলাদেশ তরিকত ফেডারেশনের আনিসুজ্জামান ফুলের মালা প্রতীক, গণফ্রন্টের মোহাম্মদ শরিফুল আলম চৌধুরী মাছ প্রতীক, বাংলাদেশ কংগ্রেসের মো: আমিনুল ইসলাম ডাব প্রতীক, জাতীয় পার্টির মো: আলমগীর হোসেন নাঙ্গল প্রতীক, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মো: বাছির মিয়া ছড়ি প্রতীক, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মো: সাজ্জাদুল হোসাইন চেয়ার প্রতীক পেয়েছেন।
কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী রাজী মোহাম্মদ ফখরুল পেয়েছেন নৌকা প্রতীক, জাতীয় পার্টির মোহাম্মদ ইউসুফ পেয়েছেন নাঙ্গল প্রতীক, বাংলাদেশ সুপ্রিম পার্টির মোহাম্মদ শফিউল বাদশা একতারা প্রতীক, বাংলাদেশ তরিকত ফেডারেশনের মো: আজহারুল করিম মুন্সী ফুলের মালা প্রতীক, স্বতন্ত্র প্রার্থী মো: আবুল কালাম আজাদ ঈগল প্রতীক, গণফ্রন্টের মো: আলা উদ্দিন মাছ প্রতীক, ন্যাশনাল পিপলস পার্টির মো: ইকরাম হোসেন আম প্রতীক, বাংলাদেশ কল্যাণ পার্টির মো: নাছির আল মামুন হাত ঘড়ি প্রতীক, তৃণমূল বিএনপি’র মো: মাহবুবুল আলম সোনালী আঁশ প্রতীক, ইসলামী ঐক্যজোটের রফিকুল্লাহ সাদী মিনার প্রতীক,  বাংলাদেশ ন্যাশনালিষ্ট ফ্রন্টের শাহেরা বেগম টেলিভিশন প্রতীক, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের শিমুল হোসেন পেয়েছেন চেয়ার প্রতীক।
কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে আওয়ামীগের দলীয় প্রার্থী আবুল হাসেম খান পেয়েছেন নৌকা প্রতীক, গণফোরামের আলীমুন ইহছান উদীয়মান সূর্য প্রতীক, স্বতন্ত্র প্রার্থী এম এ জাহের কেটলী প্রতীক, স্বতন্ত্র প্রার্থী এহতেশামুল হাসান ভুইয়া রুমি ট্রাক প্রতীক, বাংলাদেশ সুপ্রিম পার্টির মুহাম্মদ খাজা বাকি বিল্লাহ একতারা প্রতীক, জাতীয় পার্টির মো: জাহাঙ্গীর আলম নাঙ্গল প্রতীক, স্বতন্ত্র প্রার্থী মো: জাহাঙ্গীর খান চৌধুরী কাঁচি প্রতীক, স্বতন্ত্র প্রার্থী শওকত মাহমুদ ঈগল প্রতীক, স্বতন্ত্র প্রার্থী সাজ্জাদ হোসেন ফুলকপি প্রতীক।
কুমিল্লা-৬ (সদর ) আসনে আওয়ামীলীগের দলীয় প্রার্থী আ ক ম বাহাউদ্দিন  পেয়েছেন নৌকা প্রতীক, স্বতন্ত্র প্রার্থী আনজুম সুলতানা সীমা পেয়েছেন ঈগল প্রতীক, জাতীয় পার্টির এয়ার আহমেদ সেলিম পেয়েছেন নাঙ্গল প্রতীক, বাংলাদেশ সুপ্রিম পার্টির মোহাম্মদ আব্দুল মজিদ পেয়েছেন একতারা প্রতীক, জাকের পার্টির মো: আবুল হোসেন মজুমদার পেয়েছেন গোলাপ ফুল প্রতীক।
কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে আওয়ামীলীগের দলীয় প্রার্থী ডা. প্রাণ গোপাল দত্ত পেয়েছেন নৌকা প্রতীক, কৃষক শ্রমিক জনতা পার্টির তোফায়েল হোসাইন গামছা প্রতীক, গণফ্রন্টের মো: এমদাদুল হক পেয়েছেন মাছ প্রতীক, জাতীয় পার্টির মো: লুৎফুর রেজা পেয়েছেন নাঙ্গল প্রতীক, বাংলাদেশ সুপ্রিম পার্টির মো শহিদুল্লাহ একতারা প্রতীক, বাংলাদেশ কংগ্রেসের সালাম মিয়া ডাব প্রতীক।
কুমিল্লা-৮ (বরুড়া) আসনে আওয়ামীলীগের দলীয় প্রার্থী আবু জাফর মোহাম্মদ শফি উদ্দিন শামীম পেয়েছেন নৌকা প্রতীক, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আবুল ফারাহ মো: আ: আজিজ পেয়েছেন বটগাছ প্রতীক, জাতীয় পার্টির এইচএমএম ইরফান নাঙ্গল প্রতীক, স্বতন্ত্র প্রার্থী নুরুল ইসলাম মিলন পেয়েছেন ঈগল প্রতীক, বাংলাদেশ সুপ্রিম পার্টির মোজাম্মেল হক বশির একতারা প্রতীক, বাংলাদেশ ওয়ার্কাস পার্টির মো: আহসান উল্লাহ হাতুড়ী প্রতীক, গণফ্রন্টের মো: দুলাল মিয়া মাছ প্রতীক, ইসলামী ঐক্যজোটের মো: মফিজ উদ্দিন আহমেদ মিনার প্রতীক, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মাসউদুল আলম মোমবাতি প্রতীক, বাংলাদেশ কংগ্রেসের মো: হান্নান মিয়া ডাব প্রতীক, জাকের পার্টির শরীফুল ইসলাম গোলাপ ফুল প্রতীক।
কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে আওয়ামীলীগের দলীয় প্রার্থী মো: তাজুল ইসলাম পেয়েছেন নৌকা প্রতীক, জাতীয় সমাজতান্ত্রিক দলের মজিবুল আনোয়ার পেয়েছেন মশাল প্রতীক, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মো: আবু বকর ছিদ্দিক পেয়েছেন চেয়ার প্রতীক, জাতীয় পার্টির মো: গোলাম মোস্তফা কামাল পেয়েছেন নাঙ্গল প্রতীক, কৃষক শ্রমিক জনতা লীগের মো: জমির উদ্দিন পেয়েছেন গামছা প্রতীক, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মো: মোয়াজ্জেম হোসেন মোমবাতি প্রতীক।
কুমিল্লা-১০ (সদর দক্ষিণ-নাঙ্গলকোট-লালমাই) আসনে আওয়ামীলীগের দলীয় প্রার্থী আ হ ম মোস্তফা কামাল পেয়েছেন নৌকা প্রতীক, বাংলাদেশ সুপ্রিম পার্টির এম অহিদুর রহমান পেয়েছেন একতারা প্রতীক, জাতীয় পার্টির মিসেস জোনাকী হুমায়ুন পেয়েছেন নাঙ্গল প্রতীক, বাংলাদেশ কংগ্রেসের মোহাম্মদ কামরুজ্জামান ডাব প্রতীক, গণফোরামের মো: শহীদুল ইসলাম ভুইয়া পেয়েছেন উদীয়মান সূর্য।
কুমিল্লা-১১  (চৌদ্দগ্রাম) আসনে আওয়ামীলীগের দলীয় প্রার্থী মো: মুজিবুল হক পেয়েছেন নৌকা প্রতীক, গণফোরামের আব্দুর রহমান জাহাঙ্গীর পেয়েছেন উদীয়মান সূর্য প্রতীক, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের জসিম উদ্দিন পেয়েছেন টেলিভিশন প্রতীক, ইসলামী ঐক্যজোটের মো: খোরশেদ আলম মিনার প্রতীক, স্বতন্ত্র প্রার্থী মো: নিজাম উদ্দিন ঈগল প্রতীক, স্বতন্ত্র প্রার্থী মো: মিজানুর রহমান ফুলকপি প্রতীক, জাতীয় পার্টির মো: মোস্তফা কামাল নাঙ্গল প্রতীক।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD