নেকবর হোসেন
আগামী শুক্রবার (১৫ ডিসেম্বর) বাদ জুম্মা কুমিল্লা কেন্দ্রীয় ঈদগা মাঠে মেয়র আরফানুল হক রিফাতের জানাজা অনুষ্ঠিত হবে।কাল বৃহস্পতিবার রাতে মরহুমের মরদেহ দেশে আসার কথা রয়েছে।
কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন এমপি জানান, আগামীকাল শুক্রবার সকাল ৯টা থেকে ১টা পর্যন্ত আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে মেয়র আরফানুল হক রিফাতের মরদেহ রাখা হবে সর্বশ্রেণীর মানুষের শ্রদ্ধা জানানোর জন্য। শুক্রবার বাদ জুম্মা কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহে মেয়র আরফানুল হক রিফাতের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।