1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
নগরীর দুই পেঁয়াজ দোকানকে জরিমানা - Dainik Cumilla
বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০১:১০ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় ৫২ পাসপোর্টসহ মানবপাচারকারী একজনকে আটক ব্রাহ্মণপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৮টি পরিবারের মাঝে চেক বিতরণ ডাকসু নির্বাচনে বিজয় একাত্তর হলে সমাজসেবা সম্পাদক প্রার্থী দাউদকান্দির হাসিব রানা কুমিল্লায় সেনা অভিযানে গাঁজাসহ এক যুবককে গ্রেপ্তার কুমিল্লা জেলায় গ্রাম আদালতের সক্রিয়তা অনেক বৃদ্ধি পেয়েছে :জেলা প্রশাসক ব্রাহ্মণপাড়ায় যুবদল নেতা আব্দুর রহিম অপুর মায়ের ইন্তেকাল ‎ব্রাহ্মণপাড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ কুমিল্লা জেলা পুলিশে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত দাউদকান্দির রহমত আলী পেলেন মৎস্য খাতে জাতীয় স্বর্ণপদক কুমিল্লায় নারীসহ ৩ জন মাদক কারবারি আটক

নগরীর দুই পেঁয়াজ দোকানকে জরিমানা

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
  • ১২৪ বার পঠিত

 

নেকবর হোসেন

কুমিল্লায় পেঁয়াজের বাজারে তদারকি অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার সকাল থেকে কুমিল্লা নগরীর বিভিন্ন বাজারে দোকান মালিক সমিতি এবং বাজার নেতৃবৃন্দকে সাথে নিয়ে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় কুমিল্লার বৃহৎ পাইকারী বাজার চকবাজারের দোকানিদের কাছ থেকে মজুদ তথ্য ও রশিদ অনুযায়ী বিক্রির তথ্য সংগ্রহ করেন তদারকি কর্মকর্তারা। অভিযানে দোকানিদের সতর্ক করে ভোক্তা অধিকার কুমিল্লার সহকারী পরিচালক ন্যায্য মূল্যে পেঁয়াজ বিক্রির নির্দেশনা দেন। অন্যথায় আগামীকাল থেকে পেঁয়াজ ক্রয়ের রশিদের সাথে বিক্রয়ের তথ্যে গড়মিল পাওয়া গেলে জরিমানা করা হবে বলে জানান তিনি।
অভিযান শেষে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মোঃ আছাদুল ইসলাম বলেন, কুমিল্লার বাজারে অন্তত ৩০ টি দোকানে তদারকি করেছি। আমরা তাদের কাছে পেঁয়াজের ক্রয় রশিদ এবং বিক্রয় রশিদ মিলিয়ে দেখার চেষ্টা করেছি। অভিযানের সময় ক্রয়ের সাথে বিক্রয়ে অমিল থাকায় দুইটি দোকানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর আগে কুমিল্লার পাইকারী পেঁয়াজ ব্যবসায়ীদের নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ে সভা করেন জেলা প্রশাসক। সভায়ও পেঁয়াজ ব্যবসায়িদের ন্যায্যমূল্যে পেঁয়াজ বিক্রির নির্দেশনা দেয়া হয়।
কুমিল্লা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আতিক উল্যাহ খোকন বলেন, সবাইকে ন্যায্য মূল্যে পেঁয়াজ বিক্রি করতে হবে। পেঁয়াজের দাম এক শ’টাকার নিচে নেমে আসবে- প্রয়োজনে মাইকিং করে ন্যায্য মূল্যে পেঁয়াজ বিক্রি করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD