1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
নগরীর দুই পেঁয়াজ দোকানকে জরিমানা - Dainik Cumilla
সোমবার, ০৫ মে ২০২৫, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
গাজীপুরে গাড়িতে হামলা, আহত হাসনাত আবদুল্লাহ নাঙ্গলকোটে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা সমাবেশ বাস্তবায়নের প্রস্তুতি সভা ব্রাহ্মণপাড়ায় যানজট নিরসনে ভ্রাম্যমান আদালতে জরিমানা কসবায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ব্রাহ্মণপাড়ার ফায়ার ফাইটার সজিবুল ইসলাম নিহত মামলার আইও বললেন’ আল্লাহ ভরসা’ কুবিতে আগামীকাল সাবজেক্ট চয়েসের শেষ সময় ; ১ জুলাই ক্লাস শুরু নাঙ্গলকোটে ট্রেন থেকে পড়ে কিশোরের মৃত্যু মুরাদনগরে এমন কারও জন্ম হয়নি কায়কোবাদের বিপক্ষে নির্বাচন করবে : সাইবার ইউজার দল বটতলী শামছুল উলূম দাখিল মাদ্রাসা’র নব গঠিত কমিটির পরিচিতি সভা জুলাই গণঅভ্যুত্থানে আহত তানজিদের পাশে যুবদল

নগরীর দুই পেঁয়াজ দোকানকে জরিমানা

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
  • ১০১ বার পঠিত

 

নেকবর হোসেন

কুমিল্লায় পেঁয়াজের বাজারে তদারকি অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার সকাল থেকে কুমিল্লা নগরীর বিভিন্ন বাজারে দোকান মালিক সমিতি এবং বাজার নেতৃবৃন্দকে সাথে নিয়ে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় কুমিল্লার বৃহৎ পাইকারী বাজার চকবাজারের দোকানিদের কাছ থেকে মজুদ তথ্য ও রশিদ অনুযায়ী বিক্রির তথ্য সংগ্রহ করেন তদারকি কর্মকর্তারা। অভিযানে দোকানিদের সতর্ক করে ভোক্তা অধিকার কুমিল্লার সহকারী পরিচালক ন্যায্য মূল্যে পেঁয়াজ বিক্রির নির্দেশনা দেন। অন্যথায় আগামীকাল থেকে পেঁয়াজ ক্রয়ের রশিদের সাথে বিক্রয়ের তথ্যে গড়মিল পাওয়া গেলে জরিমানা করা হবে বলে জানান তিনি।
অভিযান শেষে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মোঃ আছাদুল ইসলাম বলেন, কুমিল্লার বাজারে অন্তত ৩০ টি দোকানে তদারকি করেছি। আমরা তাদের কাছে পেঁয়াজের ক্রয় রশিদ এবং বিক্রয় রশিদ মিলিয়ে দেখার চেষ্টা করেছি। অভিযানের সময় ক্রয়ের সাথে বিক্রয়ে অমিল থাকায় দুইটি দোকানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর আগে কুমিল্লার পাইকারী পেঁয়াজ ব্যবসায়ীদের নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ে সভা করেন জেলা প্রশাসক। সভায়ও পেঁয়াজ ব্যবসায়িদের ন্যায্যমূল্যে পেঁয়াজ বিক্রির নির্দেশনা দেয়া হয়।
কুমিল্লা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আতিক উল্যাহ খোকন বলেন, সবাইকে ন্যায্য মূল্যে পেঁয়াজ বিক্রি করতে হবে। পেঁয়াজের দাম এক শ’টাকার নিচে নেমে আসবে- প্রয়োজনে মাইকিং করে ন্যায্য মূল্যে পেঁয়াজ বিক্রি করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD