শামীম রায়হান, স্টাফ রিপোর্টার, দাউদকান্দি॥
কুমিল্লার দাউদকান্দিতে কুমিল্লা জেলা আঞ্চলিক শিক্ষক সম্মেলনে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণের দাবিতে শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়।
শনিবার( ৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় দাউদকান্দি আদর্শ (পাইলট) উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনের হল রুমে কুমিল্লা জেলা আঞ্চলিক শিক্ষক সম্মেলনে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণের দাবিতে শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়।
এমপিওভূক্ত শিক্ষক কর্মচারী জাতীয়করণ প্রত্যাশী মহাজোটে ও সহযোগী সংগঠনের আয়োজনে শিক্ষক মামুনুর রশিদের সঞ্চালণায় দাউদকান্দি আদর্শ(পাইলট)উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মোহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরাম(বাবেশিকফো) এর সভাপতি অধ্যক্ষ মোঃ মাঈন উদ্দিন ৷ তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রায় বলতেন আমি দুঃখি মানুষের মুখে হাসি ফুটাতে চাই এবং সকল ক্ষেত্রে বৈষম্যের অবসান চাই৷ বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন গ্রাম হবে শহর আর গ্রামকে শহরে পরিনত করতে গেলে প্রথমেই গ্রামের আপামর মানুষকে শিক্ষত করে তুলতে হবে,যার একমাত্র উপায় হলো এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণ করা৷ স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়৷ স্মার্ট বাংলাদেশ গড়তে হলে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণ বিহীন স্মার্ট বাংলাদেশ গঠন কোন অবস্থাতেই সম্ভম নয়৷
বিশেষ অতিথি ছিলেন,(বাবেশিকফো) সদস্য সচিব জসিম উদ্দিন আহমদ,প্রধান বক্তা বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরাম(বামাশিকফো)এর সভাপতি অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী,প্রধান আলোচক গৌরীপুর সুবল-আফতাব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জাতীয় শিক্ষক নেতা মোঃ সেলিম,আলোচক বাংলাদেশ এমপিওভুক্ত শিক্ষক অনলাইন পরিষদের সভাপতি মোঃ আবু তালেব সোহাগ ও শিক্ষক প্রতিনিধি শাহাদাত হোসেন প্রমূখ।