নিজস্ব প্রতিবেদক।।
শুক্রবার (৮ ডিসেম্বর) বিকেলবেলা কুমিল্লা নগরীর রানীর বাজারস্থ শ্রী শ্রী রাসস্থলীতে (রাম ঠাকুর আশ্রম) কুমিল্লা ত্রিশূল গীতা শিক্ষালয়ের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে “শিশুদের বিবেকানন্দ” নামক ধর্মীয় বই বিতরণ করা হয়।
শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন নজরুল গবেষক, কুমিল্লা বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের প্রাক্তন সভাপতি অধ্যাপক শ্যামাপ্রসাদ ভট্টাচার্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ডীন ড. বিশ্বজিৎ দেব, কুমিল্লা বিজ্ঞ জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের এপিপি এডভোকেট স্বর্ণকমল নন্দী পলাশ, বাংলাদেশ আইনজীবী ঐক্য পরিষদ কুমিল্লা ইউনিট এর যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট তাপস চন্দ্র সরকার, জাতীয় হিন্দু মহাজোট কুমিল্লার উপদেষ্টা মন্ডলীর সদস্য তাপস কুমার নাহা। এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা ত্রিশূল গীতা শিক্ষালয়ের কর্ণধার আশীষ কুমার দাস ও সাধারণ সম্পাদক অনন্য ভৌমিকসহ প্রায় দুই শতাধিক শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।