নিজস্ব প্রতিবেদক।।
গেলো বছরের ন্যায় এবারও শত ব্যস্ততার মাঝেও একটুখানি বিনোদনের উদ্দেশ্যে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির আয়োজনে CDBA T-10 CRICKET TURNAMENT-2023 অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ১১ ডিসেম্বর সোমবার কুমিল্লা জিলা স্কুল মাঠে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির ক্রিকেট টূর্নামেন্ট এর শুভ উদ্বোধন।
এইবছর খেলায় ১২টি দল অংশ নিবেন। গ্রুপ ও দলের নাম সমুহ: গ্রুপ- এ CBA ADVOCATES, গোমতী ক্রিকেট ক্লাব ও ময়নামতি-১৬, গ্রুপ-বি রাভেল রাইডার্স, জেড ফোর্স ও ল’ ফাইটার্স, গ্রুপ-সি রয়েল ল’ ইয়ারর্স, ডায়নামিক ল’ ইয়ারর্স ও এমিকাস রেঞ্জার্স এবং গ্রুপ-ডি লজিস লিগ্যাম জায়ান্টস, CBA CHALLENGERS ও লিগ্যাল ওয়ারিরর্স। জেলা আইনজীবী সমিতির প্রশাসনিক কর্মকর্তা মোঃ মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
ওই খেলাকে সামনে রেখে মঙ্গলবার (৫ ডিসেম্বর ২০২৩) দুপুরবেলা কুমিল্লা জেলা আইনজীবী সমিতি ভবনের চতুর্থ তলায় লাইব্রেরীতে “CBA ADVOCATES” team এর জার্সি উদ্বোধন করা হয়। এ-সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কুমিল্লা জেলা পিপি এডভোকেট মোঃ জহিরুল ইসলাম সেলিম, সাবেক জেলা পিপি এডভোকেট মোঃ মোস্তাফিজুর রহমান লিটন, জেলা আইনজীবী সমিতির দুই দুই বারের সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আবু তাহের ও সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ সৈয়দ নুরুর রহমান, সাবেক ট্রেজারার এডভোকেট মোঃ জাহাঙ্গীর আলম ভূঁইয়া, বর্তমান সহ-সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ ইয়াকুব আলী চৌধুরী, সাবেক রিক্রিয়েশন সেক্রেটারি এডভোকেট মোঃ জাহাঙ্গীর আলম, রিক্রিয়েশন সেক্রেটারি মোঃ কাজী আবদুল কাইয়ুম মিন্টু ও লাইব্রেরি সেক্রেটারি এডভোকেট সঞ্জয় সরকার প্রমুখ।
জার্সি উদ্বোধন শেষে মধ্যাহ্নভোজ (Lunch) অংশ নেন আমন্ত্রিত অতিথিবৃন্দসহ CBA ADVOCATES এর খেলোয়াড়েরা।