1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
নির্বাচন-পূর্ব অনিয়ম প্রতিরোধ ও নিয়ন্ত্রণের লক্ষ্যে - কুমিল্লা'র ১১টি আসনে নির্বাচন অনুসন্ধান কমিটি গঠিত - Dainik Cumilla
সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় চাঁদাবাজীর অভিযোগে ৩ রাজনৈতিক নেতাকে আটক করেছে যৌথ বাহিনী কুমিল্লায় আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২০ কুমিল্লার হোমনাসহ দেশের বিভিন্ন স্থানে মাজার, দরবার ও খানকা শরীফে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের তীব্র নিন্দা ও বিচার দাবি: গাউছিয়া ইসলামিক মিশন মুরাদনগরে সড়ক দুর্ঘটনায় নিহতের ১ বছর পর যুবকের লাশ উত্তোলন কুমিল্লায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশ সুপারের পূজা মন্ডপ পরিদর্শন চৌদ্দগ্রামে বাড়তি বিদ্যুৎ বিল ও প্রি-পেইড মিটারের অনিয়মের বিরুদ্ধে বিক্ষোভ কুমিল্লায় মাজার ভাঙচুর ও আগুনের ঘটনায় গ্রেপ্তার ২ ব্রাহ্মণপাড়ায় বাড়ছে স্ক্যাবিসের সংক্রমণ। চৌদ্দগ্রামে মেধা বিকাশ ইংলিশ লার্নিং স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত কুমিল্লা সীমান্তে ২৬ লাখ টাকার ভারতীয় বাজি জব্দ

নির্বাচন-পূর্ব অনিয়ম প্রতিরোধ ও নিয়ন্ত্রণের লক্ষ্যে – কুমিল্লা’র ১১টি আসনে নির্বাচন অনুসন্ধান কমিটি গঠিত

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩
  • ৩৯৫ বার পঠিত

তাপস চন্দ্র সরকার।।

আসছে ৭ জানুয়ারি ২০২৪ অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কুমিল্লাসহ সারাদেশে নির্বাচন-পূর্ব অনিয়ম প্রতিরোধ ও নিয়ন্ত্রণের লক্ষে ৩০০টি সংসদীয় আসনে নির্বাচন অনুসন্ধান কমিটি গঠন করা হয়। গত ২২ নভেম্বর আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের (বিচার শাখা-৩) এর সিনিয়র সহকারী সচিব মোর্শেদ আল মামুন ভূঁইয়ার স্বাক্ষরিত নোটিশ সূত্রে এ তথ্য জানা যায়।
৩০০ আসনের মধ্যে নির্বাচনী এলাকা-২৪৯, কুমিল্লা-১ (দাউদকান্দি ও তিতাস উপজেলা) এর দায়িত্বে রয়েছেন কুমিল্লার বিজ্ঞ দাউদকান্দি সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক (সিনিয়র সহকারী জজ) বেগম মুক্তা রানী।

নির্বাচনী এলাকা-২৫০, কুমিল্লা-২ (হোমনা ও মেঘনা উপজেলা) এর দায়িত্বে রয়েছেন কুমিল্লার বিজ্ঞ যুগ্ম জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক (যুগ্ম জেলা ও দায়রা জজ) বেগম তাওহীদা আক্তার।

নির্বাচনী এলাকা-২৫১, কুমিল্লা-৩ (মুরাদনগর উপজেলা) এর দায়িত্বে রয়েছেন- বিজ্ঞ যুগ্ম জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক (যুগ্ম জেলা ও দায়রা জজ) বেগম কানিজ তানিয়া রূপা।

নির্বাচনী এলাকা-২৫২, কুমিল্লা-৪ (দেবীদ্বার উপজেলা) এর দায়িত্বে রয়েছেন বিজ্ঞ যুগ্ম জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক (যুগ্ম জেলা ও দায়রা জজ) মোঃ ইমাম হাসান।

নির্বাচনী এলাকা-২৫৩, কুমিল্লা-৫ (বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলা) এর দায়িত্বে রয়েছেন কুমিল্লার বিজ্ঞ যুগ্ম জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক (যুগ্ম জেলা ও দায়রা জজ) মোঃ মাজহারুল হক।

নির্বাচনী এলাকা-২৫৪, কুমিল্লা-৬ (কুমিল্লা আদর্শ সদর, কুমিল্লা সিটি কর্পোরেশন এবং কুমিল্লা সেনানিবাস এলাকা) এর দায়িত্বে রয়েছেন কুমিল্লা ল্যাণ্ড সার্ভে ট্রাইব্যুনাল এর বিচারক (যুগ্ম জেলা জজ) মোহাম্মদ সিরাজ উদ্দিন ইকবাল।

নির্বাচনী এলাকা-২৫৫, কুমিল্লা-৭ (চান্দিনা উপজেলা) এর দায়িত্বে রয়েছেন চান্দিনা সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক (সিনিয়র সহকারী জজ) ধ্রুব জ্যোতি পাল।

নির্বাচনী এলাকা-২৫৬, কুমিল্লা-৮ (বরুড়া উপজেলা) এর দায়িত্বে রয়েছেন লাকসাম সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক (সিনিয়র সহকারী জজ) বেগম আয়েশা বেগম।

নির্বাচনি এলাকা-২৫৭, কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ উপজেলা) এর দায়িত্বে রয়েছেন সদর সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক (সিনিয়র সহকারী জজ) মোহাম্মদ শহীদুল্লাহ কায়সার।

নির্বাচনী এলাকা-২৫৮, কুমিল্লা-১০ (কুমিল্লা সদর দক্ষিণ, লালমাই ও নাঙ্গলকোট উপজেলা) এর দায়িত্বে রয়েছেন বরুড়া সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক (সিনিয়র সহকারী জজ) রাজীব কুমার দেব।

নির্বাচনী এলাকা-২৫৯, কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম উপজেলা) এর দায়িত্বে রয়েছেন চৌদ্দগ্রাম সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক (সিনিয়র সহকারী জজ) সাইফুর রহমান।

এছাড়াও নির্বাচনকালীন সময়ে কুমিল্লা আদালত ভবনে রয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশনের অস্থায়ী কার্যালয় ও নির্বাচন-পূর্ব অনিয়ম সংক্রান্ত অভিযোগ বক্স।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD