1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
কুমিল্লার ১১টি আসনের বৈধ প্রার্থী ঘোষনা ৭৩ জন,বাতিল হলো ৪৮ - Dainik Cumilla
সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
আমার পরিচয়ে কেউ তদবির-চাঁদাবাজি করলে আইনি ব্যবস্থা নিন: আবু রায়হান দুর্নীতি, সন্ত্রাস ও মাদকমুক্ত আধুনিক দেশ গড়তে যোগ্য ও সৎ মানুষের বিকল্প নেই…ডক্টর এডভোকেট মোবারক হোসাইন ব্রাহ্মণপাড়ার সালদানদী বিজিবির অভিযানে দুই ভারতীয় নাগরিক আটক ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজার মেশিন মালিকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা, ৬শ ফোট পাইপ বিনষ্ট কুমিল্লায় বিজিবির অভিযানে ২৭ লাখ টাকার ভারতীয় আতশবাজি জব্দ কুমিল্লায় ১২ মামলার আসামি ইয়বাসহ গ্রেফতার ব্রাহ্মণপাড়ায় ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাচ্ছে প্রায় ৩৭ হাজার শিশু চৌদ্দগ্রামে পরিবারের সাথে অভিমানে বিষপানে গৃহবধূর আত্মহত্যা দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় এক অটোরিকশাচালক নিহত আসন্ন ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে নেই আগের মতো ব্যস্ততা

কুমিল্লার ১১টি আসনের বৈধ প্রার্থী ঘোষনা ৭৩ জন,বাতিল হলো ৪৮

  • প্রকাশিতঃ সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ১২৪ বার পঠিত

নেকবর হোসেন
কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় ১১আসনে ৪৮জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বৈধ ঘোষনা করা হয়েছে ৭৩জন প্রার্থীর মনোনয়নপত্র। বাতিলকৃতদের মধ্যে অন্তত এক ডজন আওয়ামীলীগের স্বতন্ত্র প্রার্থী রয়েছে। গতকাল রবিবার ও আজ সোমবার জেলা রিটার্নিং কর্মকর্তার সম্মেলন কক্ষে ২দিন ব্যাপি জেলার ১১টি আসনের ১২১ জন মনোনয়ন প্রত্যাশী প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়।
কুমিল্লার ১১টি আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে সর্বশেষ তথ্য সাংবাদিকদের জানান রিটার্নিং কর্মকর্তা খন্দকার মুশফিকুর রহমান।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, কুমিল্লা-১(দাউদকান্দি-তিতাস) আসনের আওয়ামী লীগের স্বতন্ত্র নাইম হাসানসহ ৬ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এদিকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সেলিমা আহমদ মেরি সহ ৬ জনের মনোনয়নপত্র বৈধ করা হয়েছে।

কুমিল্লা-০২ (মেঘনা-হোমনা) আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র আবদুল মজিদ, শাহ আলম খন্দকার ও জাতীয় পার্টির এটিএম মঞ্জুরুল ইসলামসহ ০৬ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা, আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সেলিমা আহমাদ মেরীসহ ০৬ জনের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।

কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম সরকার, রফিকুল ইসলাম ও রুহুল আমিন সহ ০৮ জন প্রার্থীর মনোনয়ন বাতিল। বৈধতা পেয়েছে আওয়ামী লীগের প্রার্থী ইউসুফ আব্দুল্লাহ হারুন সহ ০৬ জন।

কুমিল্লা- ০৪ (দেবিদ্বার) আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী ফেরদৌস খন্দকারের মনোনয়ন বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তা। স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদ ও আওয়ামীলীগ মনোনীত প্রার্থী রাজি মোহাম্মদ ফখরুলসহ ১৩ জন বৈধতা পেয়েছেন।

কুমিল্লা-০৫ (বুড়িচং -ব্রাহ্মণপাড়া) স্বতন্ত্র প্রার্থী আবু জাহের, সাজ্জাদ হোসেন, জাহাঙ্গীর খান চৌধুরী সহ ০৫ জন প্রার্থীর মনোনয়ন বাতিল। আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবুল হাশেমসহ ০৬ জনের মনোনয়ন বৈধ ঘোষনা।

কুমিল্লা ৬ (সদর) আসনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দীন বাহার ও সংরক্ষিত সংসদ সদস্য আঞ্জুম সুলতানের সীমা সহ ৫জনের মনোনয়নপত্র বৈধ ঘোষনা করা হয়েছ। বাতিল হয়েছে ১জনের মনোনয়নপত্র।

কুমিল্লা ৭ (চান্দিনা) আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী অধ্যাপক প্রাণ গোপাল দত্তসহ ৬ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী মুনতাকিম আশ্রাফ টিটুসহ ৪জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

কুমিল্লা ৮ (বরুড়া): আসনের স্বতন্ত্র প্রার্থী সংসদ সদস্য নাছিমুল আলম ও আওয়ামীলীগের মনোনীত প্রার্থী আবু জাফর মোহাম্মদ শফি উদ্দিন সহ ১১ জন বৈধ ঘোষনা করা হয়, এছাড়া নানা কারনে ৪ টি মনোনয়ন বাতিল করা হয়।

কুমিল্লা ৯ (লাকসাম- মনোহরগঞ্জ) আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ও এলজিআরডি মন্ত্রী মো: তাজুল ইসলামসহ ৬ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষনা করা হয়েছে। এ আসনে ৩ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে।

কুমিল্লা ১০ ( নাঙ্গলকোট, সদর দক্ষিণ, লালমাই ) অর্থমন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি আ হ ম মোস্তফা কামাল, জাতীয় পার্টির প্রার্থী জোনাকি হুমায়ুনসহ ৩জনের মনোনয়ন বৈধ ও ৪ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) সাবেক রেলপথ মন্ত্রী দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মুজিবুল হক এমপি, আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী চৌদ্দগ্রাম উপজেলা সাবেক মেয়র মিজানুর রহমানসহ ৫ জনের মনোনয়ন বৈধ। আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী তমিজ উদ্দিন সেলিম সহ ৬ জনের মনোনয়নপত্র বাতিল।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD