1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
দেবিদ্বারে অ্যাম্বুলেন্সের ধাক্কায় যুবক নিহত - Dainik Cumilla
শুক্রবার, ০২ মে ২০২৫, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
চৌদ্দগ্রামে মে দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাবেশ ও বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা শ্রমিকদলের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা বরযাত্রীর খাবার চুরি : বি‌য়ে নাক‌রেই ফি‌রে যা‌চ্ছিল বর আসিফর মাহমুদের বিরুদ্ধে মিছিলের প্রতিবাদে সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধীরা নাঙ্গলকোটে বলৎকারের পর শিশুকে হত্যা, কিশোর আটক ঢাকাস্থ ব্রাহ্মণপাড়া সমিতির উদ্যোগে যাকাত তহবিল থেকে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ব্রাহ্মণপাড়া শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‍্যালী কুমিল্লা সাংস্কৃতিক জোটের ধারাবাহিক নেতৃত্বের পালাবদল সম্পন্ন বর্ষসেরা সাংস্কৃতিক কর্মী হিসেবে সম্মাননা পেয়েছেন মোঃ আশিকুর রহমান শিশির শ্রমিকদের অধিকার এখনো নিশ্চিত হয়নি -ড. সরওয়ার ছিদ্দিকী

দেবিদ্বারে অ্যাম্বুলেন্সের ধাক্কায় যুবক নিহত

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
  • ৯৯ বার পঠিত

নেকবর হোসেন

কুমিল্লার দেবিদ্বারে অ্যাম্বুলেন্সের ধাক্কায় মো. ময়লাল হোসেন নামে (৩০) এক যুবক নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বার পৌরসভার চাঁপানগর এলাকায় আজ মঙ্গলবার (২৮ নভেম্বর) সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ময়নাল দেবিদ্বার পৌর এলাকার সাইলচর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে। সে ট্রাক্টর শ্রমিক হিসেবে কাজ করতো। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় পাওয়া যায়নি।
সাইলচর গ্রামের সাইফুল ইসলাম সজিব জানান, প্রতিদিনের মত ময়নাল বাড়ি থেকে বের হয়ে কাজে যাচ্ছিলেন। তিনি সড়কের এক পাশে দাঁড়ালে কুমিল্লাগামী একটি অ্যাম্বুলেন্স তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। ওই সময়ে যানটির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছে ধাক্কা দেয় অ্যাম্বুলেন্সটির চালক। এতে দুমড়ে মুচড়ে যায় যানটি। গুরুতর আহত হন যানটিতে থাকা তিনজন।
অ্যাম্বুলেন্সটি ব্রাহ্মণবাড়িয়ার কসবা এলাকা থেকে একজন মুমূর্ষু রোগীকে চিকিৎসার জন্য কুমিল্লায় নিয়ে যাচ্ছিল বলে জানা গেছে।
এসব তথ্য নিশ্চিত করে কুমিল্লার মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বেণু দাশ বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD