1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
ব্রাহ্মণপাড়ায় পানিতে ডুবে একই বাড়ির ২ শিশুর মৃত্যু এলাকায় শোকের ছায়া - Dainik Cumilla
মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০৯:০৮ অপরাহ্ন

ব্রাহ্মণপাড়ায় পানিতে ডুবে একই বাড়ির ২ শিশুর মৃত্যু এলাকায় শোকের ছায়া

  • প্রকাশিতঃ সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
  • ১৫০ বার পঠিত

 

মোঃ রেজাউল হক শাকিল।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে পুকুরের পানিতে ডুবে একই বাড়ির ২ শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (২৭ নভেম্বর ) দুপুরের দিকে উপজেলার মাধবপুর ইউনিয়নের বাড়ানী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু হাসিবা (২ ) ওই এলাকার আলী আহমদ মেম্বার বাড়ির হাসান মিয়ার মেয়ে ও সিনথিয়া (২ ) একই বাড়ির শামসুল আলমের মেয়ে।

পরিবার, এলাকাবাসী ও স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, সোমবার ( ২৭ নভেম্বর ) দুপুরে হাসিবা ও সিনথিয়া বাড়ির উঠোনে খেলছিল। একসময় তাদেরকে উঠোনে দেখতে না পেয়ে স্বজনরা তাদের খুঁজতে থাকে। পরে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরের এক পুকুরের পানিতে ওই দুই শিশুকে ভাসতে দেখে স্থানীয়রা। পরে দুই শিশুর নিথর দেহ উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।এই নিয়ে এলাকায় শোকের ছায়া পড়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD