1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
ব্রাহ্মণপাড়াকে মাদকমুক্ত করবো: কুমিল্লার জেলা প্রশাসক - Dainik Cumilla
শনিবার, ১৭ মে ২০২৫, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
কুবিতে প্রত্নতত্ত্ব বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন শুরু বাংলাদেশকে কোনো পরাশক্তির আধিপত্যে আমরা থাকতে দিব না -হাসনাত আবদুল্লাহ কুমিল্লায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই আরোহী নিহত ৬ সদস্য বিশিষ্ট দক্ষিণ জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা কুমিল্লা মহানগর ছাত্রদলের ১৩ সদস্য বিশিষ্টকমিটি ঘোষণা সময় টিভির কুমিল্লা প্রতিনিধি বাহার রায়হানের উপর সন্ত্রাসী হামলা কুমিল্লায় পুলিশ কনস্টেবল পদে ১২০ টাকায় চাকরি পেলেন ৭৫ জন বৈষম্য ও সু-বিচার নিশ্চিত প্রসঙ্গে কিছু কথা তারেক রহমান ১৭ বছরে দেশে না এসে বিএনপিকে অনেক বেশি শক্তিশালী করেছেন ; কুমিল্লায় মির্জা আব্বাস ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার প্রতিবাদে কুবি শাখা ছাত্রদলের বিক্ষোভ মিছিল

ব্রাহ্মণপাড়াকে মাদকমুক্ত করবো: কুমিল্লার জেলা প্রশাসক

  • প্রকাশিতঃ বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ১৪৯ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল।
‘ব্রাহ্মণপাড়াকে মাদকমুক্ত করবো। মাদক থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে ইউনিয়ন ভিত্তিক খেলার মাঠ সচল করা হবে। স্কুল কলেজের ক্লাবগুলো সচল করা হবে যাতে উঠতি বয়েসী ছাত্রছাত্রীরা মাদকের দিকে না ঝুঁকতে পারে। মাদকের কারণে সমাজে খুন ছিনতাই চুরির মতো ঘটনা বেড়ে যাচ্ছে। এ সমস্যা সমাধানে জাতিকে মাদকমুক্ত করার বিকল্প নেই।’
বুধবার ( ১৫ নভেম্বর ) সকালে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এক মতবিনিময় সভায় কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু: মুশফিকুর রহমান এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমরা যেনো কুমিল্লায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পারি সে লক্ষ্যে কাজ করে যাচ্ছি। এতে দলমত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষের প্রত্যক্ষ সহযোগিতা প্রয়োজন। আমরা যেনো মাননীয় প্রধানমন্ত্রী’র ঘোষিত ভিশন ২০৪১ কে কাজে লাগিয়ে জ্ঞান ও প্রযুক্তি ভিত্তিক একটি উন্নত বাংলাদেশ গড়তে পারি সে লক্ষ্যে আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে।
এ সময় তিনি ব্রাহ্মণপাড়ার জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষকবৃন্দ,সাংবাদিক, সুধীজন ও বিভিন্ন সংগঠন এবং পেশাজীবীদের সাথে মতবিনিময় করেন ।

এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স ম আজহারুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফারক আহমেদের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আবু জাহের, উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মোহাম্মদ কাউছার হামিদ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর খান চৌধুরী, সাধারণ সম্পাদক আবদুল বারী, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোস্তফা সারোয়ার খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম সুজন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হাসনাত মোঃ মহিউদ্দিন মুবিন, উপজেলা কৃষি অফিসার মাসুদ রানা, মৎস্য কর্মকর্তা জয় বণিক, উপজেলা প্রকৌশলী মুহাম্মদ আবদুর রহিম, উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক। সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ইদ্রিস মিয়া মাস্টার, নুরুল ইসলাম।

এ সময় সদর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান জহিরুল হক ঠিকাদার, সাহেবাবাদ ইউপি চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী, মালাপাড়া ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, সিদলাই ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম আলাউল, দুলালপুর ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান ভূইয়া রিপন, মাধবপুর ইউপি চেয়ারম্যান ফরিদ উদ্দিন আহমেদ, চান্দলা ইউপি চেয়ারম্যান ফারুক আহমেদ, শশীদল ইউপি চেয়ারম্যান আতিকুল ইসলাম রিয়াদ, মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন কলেজের অধ্যক্ষ, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সাংবাদিকবৃন্দ, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের সদস্যরা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক পল্লী সঞ্চয় ব্যাংকের অধীনে ১০ জনকে মোট এগারো লাখ টাকার চেক প্রদান করেন ও উপজেলা চত্বরে ফলদ গাছের চারা রোপণ করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD