1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দাউদকান্দিতে বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমানের স্মরণে বৃত্তি ও সংবর্ধনা প্রদান - Dainik Cumilla
বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে লাকসামে জামায়াতের গণমিছিল বৃষ্টি উপেক্ষা করে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণ চৌদ্দগ্রামে জুলাই শহীদ জামশেদ ও মাওলানা শাহাদাতের কবর জিয়ারত করলো জামায়াত নাঙ্গলকোটে বৃষ্টিতে ভিজে জামায়াতের গণমিছিলে জনতার ঢল চৌদ্দগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জামায়াতের গণমিছিল দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট সরকার মানুষের উপর অত্যাচার নির্যাতন চালিয়েছিল বৃষ্টি উপেক্ষা করে কুমিল্লায় হাজী ইয়াছিনের নেতৃত্বে বিএনপির বিজয় মিছিল কুমিল্লা শিক্ষাবোর্ডের উদ্যোগে শহীদের কবর জিয়ারত ও দোয়া ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কুবিতে আলোচনা সভা মুরাদনগরে গণঅভ্যুত্থানে নিহত পাঁচ শহীদের কবরে প্রশাসনের শ্রদ্ধা কুমিল্লায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‌্যালী

দাউদকান্দিতে বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমানের স্মরণে বৃত্তি ও সংবর্ধনা প্রদান

  • প্রকাশিতঃ বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৮৫ বার পঠিত

শামীম রায়হান, স্টাফ রিপোর্টার, দাউদকান্দি॥

দাউদকান্দি উপজেলার গোয়ালমারি ইউনিয়নের জামালকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অডিটোরিয়ামের হল রুমে সকাল ১১ঘটিকায় শহীদ বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমানের স্মরণে অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান ও শহীদ বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান পরিবারকে সংবর্ধনা প্রদান করা হয় ।

জামালকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আজিজুল ইসলামের সঞ্চালনায় অত্র বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এড. মহসিন খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ হাসান বারী নূর, এপিবিএন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) টেকনাফ কক্সবাজার ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,বীর মুক্তিযোদ্ধারা আমাদেরকে স্বাধীন ও সার্বভৌমত্ব দেশ দিয়েছে। মুক্তিযোদ্ধাদের এ ঋণ কখনো শোধ হবার নয়, তাদের অবদান অস্বীকার করার সুযোগ নেই। উপস্থিত অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন আপনাদের সন্তানকে সু- শিক্ষিত করতে হলে তাদের কাছ থেকে স্মাট মোবাইল ফোন দুরে রাখতে হবে । এবং সব সময় তাদের প্রতি আপনাদের খেয়াল রাখতে হবে ।

মোহাম্মদ হাসান বারী নূর আরো বলেন, অত্র প্রতিষ্ঠানের আমি একজন সাধারণ ছাত্র ছিলাম আজ আমি সকলের দোয়ায় এ অবস্থায় এসেছি তোমরাও তো এ বিদ্যালয়ের মেধাবী ছাত্র আমি আশা করি তোমরাও একদিন দেশের নেতৃত্ব দিবে দেশ পরিচালনা করবে বলে আমার বিশ্বাস। এ প্রতিষ্ঠানে পড়াশুনা করছি আজ আমি আমার প্রতিষ্ঠানের অনুষ্ঠানের প্রধান অতিথি তাই আমি নিজেকে খুবই ভাগ্যবান মনে করছি । আজ এবং আগামিতে তোমাদের উচ্চ শিক্ষায় সার্বিক সহযোগিতা থাকবে ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালকান্দি ওসমানিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আহসান হাবীব ও সহকারী প্রধান শিক্ষক মো. মাহবুব -উল আলম এবং সমাজ সেবক ও প্রবাসী শমসের রহমান,হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুলেখা আক্তার,সমাজ সেবক ও প্রবাসী জিল্লুর রহমান বাদল, এড. ফরিদা ইয়াসমিন প্রমূখ৷

এ সময় শহীদ মুক্তিযোদ্ধা সাইদুর রহমান স্মৃতি বৃত্তি প্রাপ্ত ১৯জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD