1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় প্রধান শিক্ষক ছাড়াই চলছে ৫২টি প্রাথমিক বিদ্যালয় - Dainik Cumilla
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুবর্ণ মনে করে গ্রিন সিগন্যাল, নাঙ্গলকোটে থামল না চট্টলা, ৪ জন সাময়িক বরখাস্ত তিতাসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে আপত্তিকর স্লোগানের প্রতিবাদে বিক্ষোভ মিছিল কুমিল্লায় জুলাই শহীদদের স্মরণে নির্মিত হচ্ছে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ নাঙ্গলকোটের বাঙ্গড্ডা এডুকেয়ার স্কুলে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী সংবর্ধনা ‎বিএনপি জাতীয় নির্বাহী কমিটি সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়ার উপর হামলার প্রতিবাদে নাঙ্গলকোটের বক্সগঞ্জে বিক্ষোভ ব্রাহ্মণপাড়ায় শতবর্ষী সরকারি খাল উদ্বারের আকুল আবেদন এলাকাবাসীর চৌদ্দগ্রামে সাফল্য ধারা বজায় রেখে উপজেলায় সেরা হলো করপাটি হাজী মনির উদ্দিন বালিকা বিদ্যালয় গাঁজাসহ র‌্যাবের হাতে আটক স্বেচ্ছাসেবকদল নেতা জাফরকে চিরস্থায়ী বহিষ্কার আইন শৃঙ্খলা কমিটির সভায় জেলা প্রশাসক কুমিল্লায় চাঁদাবাজি বন্ধ ও মাদক সহনীয় পর্যায়ে রাখতে সকলের সহযোগিতা প্রয়োজন কুমিল্লায় ওয়ার্ড আ.লীগ সভাপতি আব্দুল হামিদকে মারধর করে পুলিশে সোপর্দ

ব্রাহ্মণপাড়ায় প্রধান শিক্ষক ছাড়াই চলছে ৫২টি প্রাথমিক বিদ্যালয়

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩
  • ১৭৬ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল।।

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক ছাড়াই চলছে ৫২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এসব বিদ্যালয়ে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন সহকারী শিক্ষকেরা । এ কারণে এসব শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসনিক কার্যক্রম ও পাঠদান ব্যাহত হচ্ছে অভিযোগ অভিভাবকদের।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলায় মোট ১০৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে। এর মধ্যে ৫২ টিরই প্রধান শিক্ষকের পদ অনেকদিন ধরে শূন্য। এসব বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। এ ছাড়াও উপজেলায় ৪৩ টি সহকারী শিক্ষকের পদও শূন্য রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক প্রধান শিক্ষকের দায়িত্বে থাকা এক সহকারী শিক্ষক বলেন, একসঙ্গে দুইটা দায়িত্ব পালন করা যায় না। প্রশাসনিক দিক সামাল দেব, নাকি বাচ্চাদের পড়াব বুঝি না।

নাম প্রকাশে অনিচ্ছুক আরেক সহকারী শিক্ষক বলেন, পাঁচ বছর ধরে আমি প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে আসছি। এখানে প্রধান শিক্ষকসহ দুজনের পদ পাঁচ বছর ধরে খালি। এ অবস্থায় শিক্ষার্থী ও বিদ্যালয় সামাল দেওয়া খুব কঠিন।

এ ব্যপারে ব্রাহ্মণপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ এরশাদ মিয়া জানান, ‘পুরো উপজেলায় প্রধান শিক্ষক এর পদ ৫২ টি এবং সহকারী শিক্ষক পদে ৪৩ টি খালি রয়েছে। অচিরেই প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের পদগুলো পূরণ হয়ে যাবে। কিছু শিক্ষকের পদোন্নতির ফাইল মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে জমা রয়েছে। পদোন্নতি হয়ে গেলে নতুন উদ্যমে চলবে প্রাথমিক বিদ্যালয়গুলো।’

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাসুদ ইবনে হোসাইন বলেন, ‘সহকারী শিক্ষকের পদ খালি থাকলেও শিক্ষক ঘাটতি নেই আমাদের। একজন শিক্ষকের অনুকূলে চল্লিশ জন শিক্ষার্থী হিসেবে আমাদের সহকারী শিক্ষক যথেষ্ট রয়েছে। প্রধান শিক্ষক খালির বিষয়টি শিগগিরই সমাধান হবে। অনেক শিক্ষক পদোন্নতি পাচ্ছে। শিক্ষকরা পদোন্নতি পেলে প্রধান শিক্ষকের সংকট নিরসন হয়ে যাবে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে নিয়মিত অবহিত করা হচ্ছে। আশা করছি শিগগিরই এর সমাধান হবে।’

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD