মো. রেজাউল হক শাকিল ।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযানের অংশ হিসেবে বিপুল পরিমাণ ভারতীয় বাজি জব্দ করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে উপজেলার শশীদল ইউনিয়নের সীমান্তবর্তী শশীদল বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।
এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট স. ম. আজহারুল ইসলাম। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ কাউছার হামিদ ও শশীদল বিওপির বিজিবি সদস্যরা উপস্থিত থেকে সহযোগিতা করেন।
প্রশাসন সূত্রে জানা গেছে, অভিযানে প্যারেট বাজি, ফ্লাওয়ার বাজি ও কোবরা বাজিসহ ৯৩ হাজার ৬০০ টি বাজি জব্দ করা হয়। উদ্ধার হওয়া এসব বাজির আনুমানিক বাজার মূল্য ১৫ লক্ষ ৩ হাজার টাকা। অভিযানের খবরে চোরাকারবারি জহিরুল ইসলাম (৪০) মালামাল রেখে সটকে পড়ে। ফলে অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় নিয়মিত মামলা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স.ম. আজহারুল ইসলাম বলেন, এটি নিয়মিত কাজের অংশ। মাদক ও চোরাকারবারিদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।