নিজস্ব প্রতিবেদক।।
আসছে ০২ অক্টোবর ২০২৩ সোমবার দুপুরবেলা কুমিল্লা জেলা আইনজীবী সমিতি ভবনের দ্বিতীয় তলায় ৭নং হল রুমে জেলা আইনজীবী সমিতির উদ্যোগে হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৯তম আবির্ভাব তিথি জন্মাষ্টমী উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ আইনজীবী ঐক্য পরিষদ কুমিল্লা ইউনিট এর যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট তাপস চন্দ্র সরকার।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন কুমিল্লার বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ হেলাল উদ্দিন এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন নজরুল গবেষক ও কুমিল্লা বিবেকানন্দ শিক্ষা সংস্কৃতি পরিষদের প্রাক্তন সভাপতি অধ্যাপক শ্যামা প্রসাদ ভট্টাচার্য। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোঃ আহছান উল্লাহ খন্দকার এবং সঞ্চালনা করবেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আবু তাহের।
ওই অনুষ্ঠানে বাংলাদেশ আইনজীবী ঐক্য পরিষদ কুমিল্লা ইউনিটের সকল নেতৃবৃন্দ এবং জজশীপ ও ম্যাজিস্ট্রিসির সকল বিচারকগণসহ জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে জেলা আইনজীবী সমিতির সকল বিজ্ঞ আইনজীবীগণকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন জেলা আইনজীবী সমিতির রিক্রিয়েশন সেক্রেটারি এডভোকেট মোঃ কাজী আবদুল কাইয়ুম মিন্টু।
জানা যায়- ভাদ্র মাসের কৃষ্ণা অষ্টমীর এক দুর্যোগময় রাতে বসুদেব আর দেবকীর অষ্টম সন্তান ভগবান শ্রীকৃষ্ণ জন্ম গ্রহণ করেন। সেই থেকেই সনাতন ধর্মাবলম্বীরা দিবসটি পালন করে আসছে।