1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দাউদকান্দিতে কিশোরীকে সঙ্ঘবদ্ধ ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ৪ - Dainik Cumilla
বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লা জেলা পুলিশে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত বরুড়ায় সরকারি খাল দখল করে পথ ও স্থাপনা নির্মাণ, উচ্ছেদের মুখে দখলদাররা কুমিল্লা-২ (হোমনা-তিতাস) সংসদীয় আসনরিতে চমক দেখাবেন মনোয়ার সরকার চৌদ্দগ্রামে গরুচোর যুবলীগ নেতাকে পুনর্বাসনের অভিযোগ চিওড়া ইউনিয়ন যুবদলের বিরুদ্ধে সুমাইয়া হত্যার দ্রুত বিচারের দাবিতে কুবি শিক্ষার্থীদের মোমবাতি প্রজ্জ্বলন কুমিল্লার বুড়িচংয়ে ভুয়া দলিলের চেষ্টা, দলিল লেখককে শোকজ নোটিশ জীবজগতের অস্তিত্ব টিকিয়ে রাখতে বেশি বেশি বৃক্ষরোপণ অপরিহার্য -দিদারুল আলম বুড়িচংয়ে ১২ কেজি গাঁজাসহ যুবদল নেতা আটক শারদীয় দূর্গোৎসবের জন্য প্রস্তুত চৌদ্দগ্রামের ২২টি পূজা মন্ডপ কুমিল্লা মেডিকেল কলেজে কোটি টাকার ওষুধ কেলেঙ্কারি

দাউদকান্দিতে কিশোরীকে সঙ্ঘবদ্ধ ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ৪

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩
  • ২০৫ বার পঠিত

শামীম রায়হান॥

কুমিল্লার দাউদকান্দিতে পাখি (১৪) (ছদ্মনাম) নামের এক কিশোরীকে পালাক্রমে ধর্ষনের ঘটনায় ৪ আসামীকে গ্রেফতার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, চান মিয়ার ছেলে আকাশ(২১), আলম ড্রাইভারের ছেলে মো. সবুজ সরকার(২৩), সুরুজ মিয়ার ছেলে মেহেদী হাসান(১৬) এরা সবাই উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ভাগলপুর গ্রামের বাসিন্দা। অপর আসামী ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার দানিখোলা এলাকার শফিকুল ইসলামের ছেলে মো.হৃদয় মিয়া(২৩) হৃদয় ভাগলপুরে তার নানার বাড়িতে বসবাস করে।

বিষয়টি নিশ্চিত করেন,দাউদকান্দি মডেল থানা অফিসার ইনচার্জ মোজাম্মেল হক বলেন,ধর্ষণের অভিযোগ পেয়েই অভিযানে নামে পুলিশ। গতকাল বুধবার (২০ সেপ্টেম্বর) রাতভর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে পুলিশ ৪ আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

মামলার এজহারে জানা যায় গত (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যার পর উপজেলার শহিদ নগর সোনালী আঁশ জুট মিল সংলগ্ন একটি জঙ্গলে এ ঘটনা ঘটে। ধর্ষনের শিকার কিশোরী গৌরীপুর থেকে একা লেগুনা দিয়ে তার নিজ বাড়িতে ফিরছিলেন। গাড়িটি শহিদ নগর পৌছালে লেগুনা ড্রাইভার আকাশ ও সবুজ মিলে কিশোরীর মুখ, হাত চেপে জোরপূর্বক গাড়ি থেকে নামিয়ে নির্জন সড়ক দিয়ে পাশের জঙ্গলে নিয়ে ধর্ষন করে। পরে হৃদয়, মেহেদীসহ আরও দুইজন অজ্ঞাত পালাক্রমে ধর্ষণ করে কিশোরীকে। আসামিরা ধর্ষণের ঘটনা কাউকে না বলার জন্য ভয় ভীতি প্রদর্শন করে কিশোরীকে। ধর্ষণের দুইদিন পর ঘটনাটি কিশোরীর মুখ থেকে জানতে পারে তার মা ও বাবা। ঘটনাটি জানতে পেরে কিশোরীর মা বাদী হয়ে চারজনের নাম উল্লেখ ও দুইজন অজ্ঞাতকে আসামি করে দাউদকান্দি মডেল থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেন।

এ বিষয়ে দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)মোজাম্মেল হক বলেন ধর্ষনের অভিযোগ পেয়েই অভিযান চালিয়ে চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে। গ্রেপ্তারকৃতদের আজ বৃহস্পতিবার(২১ সেপ্টেম্বর)সকালে আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD