শামীম রায়হান, স্টাফ রিপোর্টার, দাউদকান্দি॥
জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশ প্রাপ্ত হওয়ায় আবু বকর সরকারকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান,স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা পরিষদ চেয়ারম্যান। ১৫শ বিজেএস পরিক্ষায় সহকারী জজ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পদে সুপারিশ প্রাপ্ত হওয়ায় দাউদকান্দি উপজেলার সদর উত্তর ইউনিয়নের ভাজরা গ্রামের শুভ সরকারের কনিষ্ঠ পুত্র আবুবকর সরকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রট হওয়ায় কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া ও দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন— উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিনুল হাসান, উপজেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব আব্দুল হালিম সরকার।