1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দাউদকান্দিতে কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ রুহুল আমিনের গাড়ি ভাংচুর॥ থানায় মামলা দায়ের - Dainik Cumilla
রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় চাঁদাবাজীর অভিযোগে ৩ রাজনৈতিক নেতাকে আটক করেছে যৌথ বাহিনী কুমিল্লায় আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২০ কুমিল্লার হোমনাসহ দেশের বিভিন্ন স্থানে মাজার, দরবার ও খানকা শরীফে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের তীব্র নিন্দা ও বিচার দাবি: গাউছিয়া ইসলামিক মিশন মুরাদনগরে সড়ক দুর্ঘটনায় নিহতের ১ বছর পর যুবকের লাশ উত্তোলন কুমিল্লায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশ সুপারের পূজা মন্ডপ পরিদর্শন চৌদ্দগ্রামে বাড়তি বিদ্যুৎ বিল ও প্রি-পেইড মিটারের অনিয়মের বিরুদ্ধে বিক্ষোভ কুমিল্লায় মাজার ভাঙচুর ও আগুনের ঘটনায় গ্রেপ্তার ২ ব্রাহ্মণপাড়ায় বাড়ছে স্ক্যাবিসের সংক্রমণ। চৌদ্দগ্রামে মেধা বিকাশ ইংলিশ লার্নিং স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত কুমিল্লা সীমান্তে ২৬ লাখ টাকার ভারতীয় বাজি জব্দ

দাউদকান্দিতে কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ রুহুল আমিনের গাড়ি ভাংচুর॥ থানায় মামলা দায়ের

  • প্রকাশিতঃ রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩
  • ২৭৭ বার পঠিত

স্টাফ রিপোর্টার, দাউদকান্দি॥

কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি ম. রুহুল আমিনের গাড়ি ভাংচুর করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৮ জানুয়ারি) বিকালে দাউদকান্দি উপজেলার দৌলতপুর ইউনিয়নের সম্ভুরদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রবিবার (২৯ জানুয়ারি) দাউদকান্দি মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ সভাপতি সোহেল রানা বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ২০/২৫ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন।

 

মামলার বিবরনে জানা যায়, জেলা আওয়ামীলীগের সদস্য ও দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকির নেওয়াজ সোহেলের বাড়ি রফারদিয়া গ্রামে শনিবার দুপুরে একটি সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি ম. রুহুল আমীন। তার সঙ্গে ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ড. আব্দুল মান্নান জয়, যুগ্ন-সাধারণ সম্পাদক বাসুদেব ঘোষ, উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আহসান হাবীব চৌধুরী লীল মিয়া, সাধারণ সম্পাদক মহিউদ্দিন শিকদারসহ জেলা ও উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সেখান থেকে ফেরার পথে সম্ভুরদিয়া মোড়ে দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান মইন চৌধুরীর লোকজন গাড়ি বহরে হামলা চালায়। গত ২৯ ডিসেম্বর দৌলতপুর ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হন মইন চৌধুরী। ওই নির্বাচনে নৌকার পক্ষে প্রচারণায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বশিরুল আলম মিয়াজী বিদ্রোহী প্রার্থী ও তার লোকজনকে নিয়ে অশ্লীল ভাষায় বক্তব্য দিয়েছিলেন। এমন অভিযোগে শনিবার মইন চেয়ারম্যানের ভাতিজাসহ তার লোকজন জেলা আওয়ামী লীগ সভাপতি ম. রুহুল আমীনের গাড়িতে হামলা ও ভাংচুর এবং বশিরুল আলম মিয়াজীকে খোঁজ করে না পেয়ে গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়তে থাকে ৷ এতে গাড়ির পিছনের পুরো কাঁচ ক্ষতিগ্রস্ত হয়।

জেলা আওয়ামী লীগ সভাপতি ম. রুহুল আমীন বলেন, আমার গাড়িতে দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন। কোন কিছু বুঝে উঠার আগেই আমার গাড়িতে হামলা করে। যতটুকু জেনেছি বশির মিয়াজীকে খোঁজ করা হামলাকারীরা স্বতন্ত্র থেকে পাশ করা চেয়ারম্যানের লোকজন।

দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর ভূঞা বলেন, এ ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD