1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দাউদকান্দিতে সন্ত্রাস মাদক ইভটিজিং বাল্যবিবাহ কিশোর গ্যাং কঠিন ভাবে দমন করা হবে : ওসি মো.মোজ্জামেল হক - Dainik Cumilla
সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লার চান্দিনায় আওয়ামী লীগের ৫ নেতা-কর্মী আটক কুমিল্লায় চাঁদাবাজীর অভিযোগে ৩ রাজনৈতিক নেতাকে আটক করেছে যৌথ বাহিনী কুমিল্লায় আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২০ কুমিল্লার হোমনাসহ দেশের বিভিন্ন স্থানে মাজার, দরবার ও খানকা শরীফে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের তীব্র নিন্দা ও বিচার দাবি: গাউছিয়া ইসলামিক মিশন মুরাদনগরে সড়ক দুর্ঘটনায় নিহতের ১ বছর পর যুবকের লাশ উত্তোলন কুমিল্লায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশ সুপারের পূজা মন্ডপ পরিদর্শন চৌদ্দগ্রামে বাড়তি বিদ্যুৎ বিল ও প্রি-পেইড মিটারের অনিয়মের বিরুদ্ধে বিক্ষোভ কুমিল্লায় মাজার ভাঙচুর ও আগুনের ঘটনায় গ্রেপ্তার ২ ব্রাহ্মণপাড়ায় বাড়ছে স্ক্যাবিসের সংক্রমণ। চৌদ্দগ্রামে মেধা বিকাশ ইংলিশ লার্নিং স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

দাউদকান্দিতে সন্ত্রাস মাদক ইভটিজিং বাল্যবিবাহ কিশোর গ্যাং কঠিন ভাবে দমন করা হবে : ওসি মো.মোজ্জামেল হক

  • প্রকাশিতঃ বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
  • ২১২ বার পঠিত

শামীম রায়হান॥

দাউদকান্দি মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোজাম্মেল হক দাউদকান্দি উপজেলা থেকে সন্ত্রাস মাদক ইভটিজিং বাল্যবিবাহ কিশোর গেং সহ সকল অপরাধ কঠিন ভাবে দমন করা হবে বলে ঘোষণা দিয়েছেন।

বুধবার দুপুরে দাউদকান্দি উপজেলার সুন্দুুলপুর মডেল ইউনিয়ন ও বারপাড়া ইউনিয়নের জনগণ ও চেয়ারম্যানদের সাথে দুটি পৃথক পৃথক মতবিনিময় সভায় বক্তৃতাকালে তিনি এ ঘোষণা দেন।

সুন্দুুলপুর মডেল ইউনিয়ন ও বারপাড়া ইউনিয়নের জনগণ ও চেয়ারম্যানদের সাথে দীর্ঘ প্রায় এক ঘন্টার মতবিনিময় সভায় ওসি মোঃ মোজাম্মেল হক বলেন, মাদক দেশের ভবিষ্যৎ কর্ণধর যুবসমাজকে ধ্বংস করছে, মাদক শান্তিপ্রিয় পরিবারে অশান্তি সৃষ্টি করছে, সর্বপরি মাদকসেবী এবং মাদক ব্যবসায়ীদের দ্বারা সমাজে বিভিন্ন আইনের পরিপন্থী ঘটনা ঘটছে। সুতরাং সুষ্ঠু আইন-শৃঙ্খলার স্বার্থে তথা পরিবার এবং সমাজকে মাদকের নীল দংশন থেকে রক্ষা করতে দাউদকান্দি উপজেলাকে সন্ত্রাস মাদক ইভটিজিং বাল্যবিবাহ কিশোর গেং মুক্ত করা হবে।

তবে এজন্য তিনি উপস্থিত জনগণ ও চেয়ারম্যানদের সহযোগিতা চান। তিনি বলেন ইউপি চেয়ারম্যানরা হলেন স্থানীয় সরকারের অংশ তথা জনগণের সেবক। সেহেতু সরকারের ভাবমূর্তি রক্ষায় মাদকসহ আইনের পরিপন্থী যেকোন কর্মকাণ্ড প্রতিরোধে আমার যেমন দায়িত্ব আছে তেমনি আপনাদেরও দায়িত্ব রয়েছে। সেহেতু আমি মনে করি আপনারা আমাকে সহযোগিতা করলে শিগগিরই দাউদকান্দি উপজেলার প্রতিটি ইউনিয়ন থেকে সন্ত্রাস মাদক ইভটিজিং বাল্যবিবাহ কিশোর গেং মুক্ত করতে পারবো।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,সুন্দরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আসলাম মিয়াজী, বারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজারুল ইসলাম মানিক , দাউদকান্দি মডেল থানার সেকেন্ড অফিসার রওশন জামানসহ আরও অনেকেই৷

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD