1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা আজও স্বাধীনতা পেতাম না: ব্যারিস্টার নাঈম হাসান - Dainik Cumilla
মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লার তিতাসে কবরস্থানের পাশ থেকে নারীর লাশ উদ্ধার দেবিদ্বারে রুবেল হত্যা মামলার আসামী বিল্লাল গ্রেপ্তার মুরাদনগরে যুবলীগ নেতাকে জাতীয় নাগরিক পাটিতে পূর্নবাসন চেষ্টা, জনতার প্রতিরোধ ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল চৌদ্দগ্রামে দাদার বিরুদ্ধে নাতনিকে ধর্ষণ চেষ্টার অভিযোগ, আটক ১ কুমিল্লার আদালতে সাবেক বার সেক্রেটারির ওপর আইনজীবীদের হামলা মুরাদনগর উপজেলার খাল দখল করে মাটি ভরাট করা হচ্ছে। মুরাদনগরে অবৈধ ড্রেজার দিয়ে সরকারি খাল মাটি ভরাট, প্রশাসন নিরব কুমিল্লার লাকসামে নানা শ্বশুর বাড়ি বেড়াতে এসে গণধর্ষণের শিকার গৃহবধূ, গ্রেপ্তার ৫ কুমিল্লা ট্রমা হাসপাতালে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ আমার পরিচয়ে কেউ তদবির-চাঁদাবাজি করলে আইনি ব্যবস্থা নিন: আবু রায়হান

বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা আজও স্বাধীনতা পেতাম না: ব্যারিস্টার নাঈম হাসান

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ১০৮ বার পঠিত

শামীম রায়হান॥

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দাউদকান্দি পৌরসভার গাজীপুর এলাকায় একটি আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও জাতীয় বঙ্গমাতা পরিষদের উপদেষ্টা কুমিল্লা-১ আসনে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার নাঈম হাসান।

নাঈম হাসান বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট একটি বিপদগামী গোষ্ঠী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সদস্যের নির্মমভাবে হত্যা করে।

খুনীরা মনে করেছিল বঙ্গবন্ধুকে হত্যা করলেই বুঝি সব শেষ হয়ে যাবে। কিন্তু তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দীর্ঘ লড়াই সংগ্রাম করে আজকে খুনীদের বিচার করেছে। বিদেশে পলাতক খুনীদের ফিরিয়ে আনার বিষয়ে তিনি প্রচেষ্টায় আছে।

ব্যারিস্টার নাঈম হাসান বলেন,জাতির পিতা এনে দিয়েছেন স্বাধীনতা, আর তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের ভাগ্য বদলে দিয়েছেন।

তিনি আমাদেরকে একটি উন্নয়নশীল দেশ উপহার দিয়েছেন, তার দক্ষ হাতের ছোঁয়ায় আমাদের দেশ আজ উন্নয়নের মহাসড়কে। জনগণ উন্নয়নে বিশ্বাসী। এই দেশের জনগণ চায় দেশরত্ন শেখ হাসিনাকে চতুর্থ বারের মতো ক্ষমতায় আনতে।

তিনি দেশি-বিদেশি সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আবারও ক্ষমতার মসনদে আসীন হবেন।”

মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ১১ টায় পৌরসভার ৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোশাররফ হোসেনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা রহুল আমিন সরকার, আতাউর রহমান মানিক, মনজিল তালুকদার, আওয়ামী লীগ নেতা মিজান তালুকদার, জাহাঙ্গীর আলম।

এছাড়াও দিনভর তিতাসের গাজীপুর, দড়িকান্দি, জিয়ারকান্দি, তিতাস,চাঁননাগেরচর, মজিদপুর, তিতাস, গাজীপুর, বলরামপুর, বাতাকান্দি বাজার, তিতাস,কাচারী, নারান্দিয়া, দাউদকান্দির বিটেশ্বর, বিটেশ্বর, পৌরসভার বিভিন্ন ইউনিয়নসহ শোক দিবসের আলোচনা সভায় বক্তব্য দেন— আওয়ামী লীগের এই নেতা। আলোচনাসভা শেষে উপজেলার বিভিন্ন ওয়ার্ডের অসহায় দুস্থদের মাঝে কাঙ্গালি ভোজ বিতরণ করেন।

এরআগে সকাল ১১ টায় আওয়ামী কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD