1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
দাউদকান্দিতে মুজিববর্ষে ঘর ও জমি পেল আরও ৯০টি ভূমিহীন পরিবার - Dainik Cumilla
রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
চৌদ্দগ্রামে কনকাপৈত ইউনিয়নে ০৯নং ওয়ার্ড বিএনপি’র দোয়া ও ইফতার মাহফিল মাহে রমজান সংযম, ত্যাগ, ধৈর্য্য ও শৃঙ্খলার শিক্ষা দেয়: সফিকুর রহমান ব্রাহ্মণপাড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইফতার ও দোয়া মাহফিল কুমিল্লায় ৩ কোটি টাকার ভারতীয় অবৈধ আতশবাজি আটক কুমিল্লা আলিয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল মুফতি আব্দুল মতিনের প্রথম জানাজায় মুসল্লিদের ঢল ভিক্টোরিয়া কলেজ থিয়েটার (ভিসিটি)’র ইফতার মাহফিল সম্পন্ন মনোহরগঞ্জের বিপুলাসারে চাঁদা না পেয়ে প্রবাসীর উপর হামলা কুমিল্লায় বিজিবি’র অভিযানে ১ কোটি ১৯ লক্ষ টাকার অবৈধ ভারতীয় বাজি জব্দ নাঙ্গলকোটে ধর্ষণ মামলায় যুবলীগ নেতা শ্রীঘরে বিএনপির বিরুদ্ধে বিভিন্ন প্রোপাগান্ডা হচ্ছে। যারা লুটপাট করছে তাদের কথা আসছে না -বরকত উল্লাহ বুলু

দাউদকান্দিতে মুজিববর্ষে ঘর ও জমি পেল আরও ৯০টি ভূমিহীন পরিবার

  • প্রকাশিতঃ বুধবার, ৯ আগস্ট, ২০২৩
  • ২৫০ বার পঠিত

শামীম রায়হান॥

কুমিল্লার দাউদকান্দিতে মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ণ-২ প্রল্পের ৪র্থ পর্যায়ে জমি ও ঘর পেলেন আরও ৯০টি ভূমিহীন পরিবার।

বধুবার (৯ আগস্ট)সকালে একযোগে সারাদেশে আশ্রয়ণ-২ প্রল্পের ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম ভার্চুয়ালি সংযুক্ত হয়ে জমি ও গৃহ হন্তান্তর কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্য দিয়ে চতুর্থ পর্যায়ে উপজেলার ৯০টি ভূমি ও গৃহহীন পরিবার আনুষ্ঠানিকভাবে জমি ও ঘর পেয়ে মহাখুশি।

দাউদকান্দি উপজেলায় মোট ৪৭৬টি ঘরের মধ্যে ৩৬০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে এই উপহার প্রদান করা হয়েছে।

বুধবার(৯ আগস্ট)সকালে দাউদকান্দি উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও)মো.মহিনুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দু’শতক জমি ও ঘরের দলিল তুলে দেন,প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি মেজর জেনারেল(অব.)সুবিদ আলী ভূঁইয়া এমপি৷
ইতিমধ্যে চতুর্থ পর্যায়ে (১ম ধাপে)৯০ টি ঘরসহ মোট ৪৫০টি ঘর ভূমিহীন ও গৃহহীনদের মাঝে জমিসহ দলিল হস্তান্তর করা হয়। এ বছরের মধ্যে বাকী ২৬টি ঘর হস্তান্তরের মধ্যে দিয়ে দাউদকান্দি উপজেলাকে গৃহহীন ও ভূমিহীন মুক্ত ঘোষনা করা হবে৷

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি)মো.জিয়াউর রহমান,মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর ভূঞা,বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম,প্যানেল মেয়র ও উত্তর জেলা শ্রমিক লীগ সভাপতি রকিব উদ্দিন রকিব,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.সাইদুল ইসলামসহ উপজেলা পরিষদের সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD