শামীম রায়হান॥
দাউদকান্দিতে কুমিল্লার নবাগত জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
সোমবার দুপুরে ঢাকা থেকে কুমিল্লা যাওয়ার পথে নবাগত জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমানকে দাউদকান্দি টোলপ্লাজা এলাকায় অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানান, দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিনুল হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জিয়াউর রহমান, দাউদকান্দি মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মোহাম্মদ শহীদুল্লাহ প্রধান,কুমিল্লা উত্তর জেলা শ্রমিকলীগের সভাপতি ও প্যানেল মেয়র রকিব উদ্দিন রকিব প্রমূখ৷
এছাড়াও একই সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান এমপিকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানান।