নেকবর হোসেন :
কুমিল্লার লালমাইয়ে পানিতে ডুবে মো. ইসরাফিল নামের দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার ৮ জুলাই ১১টায় উপজেলার বাকই উত্তর ইউনিয়নের ভাবকপাড়া( বড়বাড়ী) গ্রামে এ ঘটনা ঘটে।
শিশু ইসরাফিল ওই গ্রামের প্রবাসী রবিউলের ছেলে।
বাকই উত্তর ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান জানান, শিশুটির মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় সে বাইরে খেলছিল। কিছুক্ষণ পর সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন মা। কোথাও না পেয়ে বাড়ির পুকুরে ইসরাফিলকে ভাসতে দেখেন। পরে তাকে উদ্ধার করে বাগমারা ২৫ শয্যা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।