শামীম রায়হান॥
জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যাকারী সন্ত্রাসী গডফাদার ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু ও তার সহযোগীদের দ্রুত বিচার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে কুমিল্লার দাউদকান্দিতে কর্মরত প্রিন্ট্র ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
সোমবার (১৯ জুন) সকালে দাউদকান্দিতে কর্মরত প্রিন্ট্র ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের আয়োজনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন গৌরীপুর বাসস্ট্যান্ডে এ কর্মসূচী পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা নাদিম হত্যার বিচার ও অপরাধীদের দ্রুত ফাঁসি রায় কার্যকর করার দাবি জানান৷ তারা বলেন,বাবু চেয়ারম্যানের বিরুদ্ধে গণমাধমে বিভিন্ন অনিয়ম ও অপকর্ম প্রকাশ করায় নাদিমকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। অপরাধীদের দ্রুততম সময়ের মধ্যে বিচারের দাবী জানিয়েছেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক হাবিবুর রহমান, বাসুদেব ঘোষ,আবু কোরাইশ আপেল,শামীম রায়হান,জাকির হোসেন হাজারী,হানিফ খাঁন,আলী হোসেন বাবুল,ওমর ফারুক মিয়াজী,লিটন সরকার বাদল,মামুনুর রশিদ রুবেল,হোসাইন মোহাম্মদ দিদার,সাহাব উদ্দিন,কামরুল হক চৌধুরী, আলমগীর হোসেন ও তিতাস উপজেলার কর্মরত অন্যান্য সাংবাদিকরা।