1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
দেশের প্রান্তিক পর্যায়ে অনেক সুপ্ত প্রতিভা লুকিয়ে আছে - এডমিরাল এম শাহীন ইকবাল - Dainik Cumilla
বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় র‍্যাব-১১ এর অভিযানে ১,৮৭৫ বোতল ফেনসিডিল উদ্ধার, আটক ১ কুমিল্লা -০৫ আসেন জনসংযোগ ব্যাস্ত জামায়াত প্রার্থী ডক্টর এডভোকেট মোবারক হোসাইন চিতোষীরোড স্টেশনে ট্রেন থামলেও অফিসে ঝুলে তালা,কর্মকর্তারা আসেন নিজের ইচ্ছেমতো কুমিল্লা নগরীতে মা ও মেয়ের মরদেহ উদ্ধার হযরত সৈয়দ হাবিবুল বশর মাইজভাণ্ডারীর ইন্তিকালে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের শোক ও সমবেদনা প্রকাশ বুড়িচংয়ে স্ত্রীর পরকীয়ার অভিযোগে স্বামীর আত্মহত্যা বুড়িচংয়ে টাস্কফোর্সের বিশেষ অভিযানে ২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে কুমিল্লায় সাবেক মেয়র মনিরুল হকের বিশাল শোভাযাত্রা পিআর কি খায় না মাথায় দেয়, এত বছর রাজনীতি করি আমরা পিআর বুঝি না, সাধারণ জনগণ কি বুঝবে; কুমিল্লাাশ গয়েশ্বর চন্দ্র রায় চৌদ্দগ্রামে নগদ টাকা-স্বর্নালঙ্কার নিয়ে পরকীয়া প্রেমিকের সাথে গৃহবধূ উধাও

দেশের প্রান্তিক পর্যায়ে অনেক সুপ্ত প্রতিভা লুকিয়ে আছে – এডমিরাল এম শাহীন ইকবাল

  • প্রকাশিতঃ বুধবার, ১৪ জুন, ২০২৩
  • ২৯৬ বার পঠিত

শফিউল আলম রাজীব :

দেশের প্রান্তিক পর্যায়ে অনেক সুপ্ত প্রতিভা লুকিয়ে আছে। নদীমাতৃক এই বাংলাদেশের প্রতিভাবান সাঁতারুদের সুপ্ত প্রতিভাগুলোকে খুঁজে বের করতেই এ উদ্যোগ নেয়া হয়েছে। এধরণের উদ্যোগের মাধ্যমে নতুন নতুন সাঁতারু খুঁজে পাওয়া সম্ভব হবে।

বুধবার দুপুরে কুমিল্লার দেবীদ্বার উপজেলায় গোমতী নদীতে আয়োজিত শেখ রাসেল ১৯তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল এসব কথা বলেন।

বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় ও বাংলাদেশ নৌবাহিনীর সহযোগীতায় আয়োজিত এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কুমিল্লার জেলা প্রশাসক ও কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ শামীম আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৪ দেবীদ্বার আসনের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল এমপি।

এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কমান্ডার ঢাকা নৌ অঞ্চল ও বাংলাদেশ নৌ ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের সভাপতি রিয়ার এডমিরাল খোন্দকার মিজবাহ উল আজীম, কুমিল্লা জেলার পুলিশ সুপার ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আবদুল মান্নান বিপিএম বার, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন, দেবীদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ, দেবীদ্বার উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম শফিউদ্দিন, দেবীদ্বার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মোস্তফা কামাল চৌধুরী এবং জাতীয় সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদকসহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তা, বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা, প্রতিযোগিতায় অংশগ্রহনকারী সাঁতারু ও সাধারণ দর্শক উপস্থিত ছিলেন। প্রতিযোগিতা শেষে দেবীদ্বার এবিএম গোলাম মোস্তফা স্টেডিয়ামে আয়োজিত সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন আমন্ত্রিত অতিথিরা।

এসময় চূড়ান্ত প্রতিযোগীতায় দেশের বিভিন্ন অঞ্চলের নির্বাচিত বিভিন্ন বয়সের ৭ জন পুরুষ সাঁতারু এবং ৭ জন মহিলা সাঁতারু অংশগ্রহণ করেন। প্রতিযোগীতায় পুরুষ সাঁতারুরা কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার গোমতী নদীর কংশনগর হতে শুরু হয়ে দেবীদ্বার পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার সাঁতারে অংশ নেয়। প্রতিযোগীতার পুরুষ বিভাগে বাংলাদেশ সেনাবাহিনী হতে ফয়সাল আহম্মেদ ১ ঘন্টা ৩৯ মিনিট ৪৫ সেকেন্ড সময় নিয়ে প্রথম স্থান ও বাংলাদেশ নৌবাহিনী হতে পলাশ চৌধুরী ১ ঘন্টা ৪০ মিনিট ১০ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় স্থান অধিকার করেন এবং বাংলাদেশ সেনাবাহিনী হতে জুয়েল আহম্মেদ ১ ঘন্টা ৪৪ মিনিট ২৭ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় স্থান অধিকার করে। অন্যদিকে, চূড়ান্তভাবে ৭ জন মহিলা সাঁতারু বুড়িচং উপজেলার গোমতী নদীর কংশনগর হতে শুরু হযয়ে দেবীদ্বার পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সাঁতার প্রতিযোগীতায় অংশগ্রহণ করে। এদের মধ্যে মহিলা বিভাগে বাংলাদেশ নৌবাহিনী হতে সোনিয়া আক্তার ১ ঘন্টা ১৩ মিনিট ২০ সেকেন্ড সময় নিয়ে প্রথম স্থান ও বাংলাদেশ নৌবাহিনী হতে সুরাইয়া আক্তার ১ ঘন্টা ১৪ মিনিট ৪৫ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় স্থান অধিকার করে এবং বাংলাদেশ সেনাবাহিনী হতে মোছা- মুক্তি খাতুন ১ ঘন্টা ১৮ মিনিট ৫ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় স্থান অধিকার করেন।

উল্লেখ্য, দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রতিভাবান সাঁতারুদের খুঁজে বের করার লক্ষ্যে বাংলাদেশ সুইমিং ফেডারেশনের উদ্যোগে ও বাংলাদেশ নৌবাহিনীর সহযোগীতায় ২০১৭ সালে আয়োজিত ‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ’ প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত সেরা কৃতী সাঁতারুরা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন। এই সেরা সাঁতারুরাই দেশ ও দেশের বাইরে আন্তর্জাতিক সাঁতার অঙ্গনে প্রতিভার স্বাক্ষর রেখে দেশের জন্য সুনাম বয়ে আনবে বলে আশা করা যাচ্ছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD