শামীম রায়হান॥
কুমিল্লার দাউদকান্দি উপজেলায় জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় মেজর (অবঃ) মোহাম্মদ আলী সুমনকে সংবর্ধনা প্রদান করা হয়।
শনিবার (১৩ মে) সকালে দাউদকান্দির গৌরীপুর পশ্চিম বাজারের ঈদগাঁহ মাঠে উপজেলার প্রাথমিক শিক্ষা পরিবারের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিনুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন,জগন্নাথ বিশ্ববিদ্যালয় ট্রেজারার অধ্যাপক ড. কামাল উদ্দিন আহমদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা শিক্ষা অফিসার মোঃ আবদুল মান্নান, উপজেলা শিক্ষা অফিসার মোঃ নুরুল ইসলাম, গৌরীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নোমান মিয়া সরকার।
এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন, কুমিল্লা জেলা পরিষদ সদস্য জেবুন্নেছা জেবু, গৌরীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ওয়াদুদ সরকার, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক হেলাল মাহমুদ, শিক্ষক নেতা কামরুল ইসলামসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষকবৃন্দ।