শামীম রায়হান॥
দাউদকান্দি আদর্শ (পাইলট) উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০২৩ পরিক্ষার্থীদের বার্ষিক মিলাদ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়৷
বৃহস্পতিবার(২৭ এপ্রিল) সকালে উপজেলার পৌরসদরের দাউদকান্দি আদর্শ(পাইলট)উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনের হল রুমে এসএসসি ২০২৩ ব্যাচের পরিক্ষার্থীদের বার্ষিক মিলাদ ও বিদায় অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব জসিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শাহজাহান খন্দকার৷
এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন,দাতা সদস্য ও পৌর প্যানেল মেয়র রকিব উদ্দিন রকিব,কো-আপ সদস্য সেলিম সরকার,অভিভাবক সদস্য মনির হোসেন,কবির খন্দকার,মেহেদী হাসান টিপু,সহকারী প্রধান শিক্ষক মিহিনউল্লাহ,শিক্ষক প্রতিনিধি মৃনালকান্দি মজুমদার, শাহাদাৎ হোসেন,বিউটি বেগম প্রমূখ৷