শফিউল আলম রাজীব, দেবীদ্বার:
গত ২৫ ফেব্রুয়ারী বিএনপির কেন্দ্রীয় কর্মসূচী “পদযাত্রা” পালনকালে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় পুলিশ কতৃক দায়েরকৃত মামলায় গত ২মার্চ উচ্চ আদালতে জামীনকৃত এজহার নামীয় ৩৬ আসামীর মধ্যে ২৯ আসামী ৬সপ্তাহ জামিনের শেষদিন মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুরে পুনরায় জামিন চেয়ে কুমিল্লা জেলা দায়রাজজ আদালতে হাজির হন। কুমিল্লা জেলা দায়রাজজ আদালতের সিনিয়র ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দিন শুনানী শেষে ৪ জনের জামিন আবেদন মঞ্জুর করে বাকী ২৫ আসামীর জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেঢ়ণের নির্দেশ দেন।
জামিনে আসা ৪ নেতা কর্মীরা হলেন, কুমিল্লা (উঃ) জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ মো. আজহারুল ইসলাম মেম্বার, কুমিল্লা(উঃ) জেলা মহিলা দলের সভাপতি ও সাবেক দেবীদ্বার উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া বেগম, চান্দিনা উপজেলার এদবারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা রমিজ উদ্দিন সরকার ও দেবীদ্বার উপজেলা যুববদলের আহবায়ক আব্দুর রহমান।
জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করা ২৫ নেতা-কর্মীর মধ্যে উল্লেখযোগ্যরা হলেন, কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো. জসীম উদ্দিন, কুমিল্লা উত্তর জেলা যুবদলের সাধারন সম্পাদক রেজাউল করিম শাহিন (ভিপি শাহিন), চান্দিনা উপজেলা বিএনপির আহবায়ক মো. আতিকুল আলম শাওন, চান্দিনা উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী এরশাদ, কুমিল্লা উত্তর জেলা বিএনপির দপ্তর সম্পাদক সহিদুল ইসলাম, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সদস্য নাজমুল হাসান, দেবীদ্বার উপজেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক রবিউল আউয়াল সাইফুল, চান্দিনা উপজেলা যুবদলের আহবায়ক মাওলানা আবুল খায়ের, চান্দিনা পৌর যুবদলের আহবায়ক হাজী নুরুল ইসলাম, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সফিকুল ইসলাম নেভী, মাধাইয়া ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক খাইরুল কবির সুমন, সুলতানপুর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক খোকন খান, কুমিল্লা উত্তর জেলা ছাত্র দলের যুগ্ম-আহবায়ক মো. শরিফ উদ্দিন সোহেল প্রমূখ।
উল্লেখ্য গত ২৫ ফেব্রুয়ারী বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ‘পদযাত্রা’ কর্মসূচী পালন উপলক্ষে ঢাকা চট্রগ্রাম মহাসড়কের দেবীদ্বার, চান্দিনা এবং মুরাদনগর উপজেলার অংশে অবস্থান নিলে পুলিশের সাথে নেতাকর্মী সংঘর্ষে পুলিশ সহ অর্ধশত নেতা-কর্মী আহত হন। ওই ঘটনায় পুলিশের কর্তব্যকাজে বাঁধাদানের অভিযোগ এনে চান্দিনা থানার উপ-পরিদর্শক(এসআই) তাপস বাদী হয়ে বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব হাবিবুল নবী সোহেলকে প্রধান আসামী করে ৩৬ জন নেতা-কর্মীর নাম উল্লেখপূর্বক ও অজ্ঞাতনামা ১৭০ সহ ২০৬জনকে অভিযুক্ত করে চান্দিনা থানায় মামলা দায়ের করেন।
এমন ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে মঙ্গলবার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএপি) কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মো. মুনির হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তীব্র নিন্দা ও পতিবাদ জানিয়েছেন দলটির মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর।