1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
মুক্তিযোদ্ধাকে হত্যা চেষ্টায় ইউপি সদস্যসহ ২০০ জনের নামে থানায় অভিযোগ - Dainik Cumilla
বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লা সীমান্তে ভারতীয় মোবাইল ও ডিসপ্লে জব্দ বুড়িচংয়ে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ল্যাপটপ ও মাল্টিমিডিয়া প্রজেক্টর বিতরণ কুমিল্লায় সুদের টাকা আদায়ে বৃদ্ধকে বেঁধে নির্যাতন, মূল হোতা আটক ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমান আদালতে ২ ব্যাক্তিকে কারাদণ্ড ব্রাহ্মণপাড়া ইউএনওর বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন চট্টগ্রামে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে অবৈধভাবে জগন্নাথদীঘির পানি আটকে রাখার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন কুমিল্লায় নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনে পুলিশের দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ অনুষ্ঠিত ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিল করে মেধাভিত্তিক নিয়োগের দাবীতে নাঙ্গলকোটে মানববন্ধন দাউদকান্দিতে ইসলামি ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন

মুক্তিযোদ্ধাকে হত্যা চেষ্টায় ইউপি সদস্যসহ ২০০ জনের নামে থানায় অভিযোগ

  • প্রকাশিতঃ সোমবার, ১০ এপ্রিল, ২০২৩
  • ২৪৪ বার পঠিত

 

শফিউল আলম রাজীব, দেবীদ্বার।। 

কুমিল্লার দেবীদ্বারে বীর মুক্তিযোদ্ধা আলফু ফকিরকে হত্যার চেষ্টার ঘটনায় এক ইউপি সদস্যসহ ১৪ জনের নামীয় ও অজ্ঞাত আরো ২০০ জনের নামে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। মুক্তিযোদ্ধা আলফু ফকির সোমবার দুপুরে দেবীদ্বার থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

উপজেলার ৮ নং জাফরগঞ্জ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. জয়নাল ছাড়াও এ ঘটনায় জড়িত অন্যরা হলেন, দেবীদ্বার উপজেলার হোসেনপুর গ্রামের মৃত মানতু মেম্বারের ছেলে নাজমুল (২০), মিজানুর রহমানের ছেলে গোলসান মিয়া (২৫), জালাল মিয়ার ছেলে কাউছার মিয়া (১৯), মাহাল মিয়ার ছেলে মিজান হোসেন (৩৫), মৃত সোবহান মিয়ার ছেলে বাদশা মিয়া (৩২), মৃত আজগর আলীর ছেলে হারুন মিয়া (৫০), চেরাগ আলীর ছেলে জাকির হোসেন (২২), হারুন মিয়ার ছেলে মোজাম্মেল (৩৫), মো. সুবলার ছেলে সিরাজ মিয়া (২৫), নুরুল ইসলামের ছেলে ফয়সাল মিয়া (২৫), জারু মিয়ার ছেলে আবদুল কাদের (২৭)সহ আরো অজ্ঞাত ২০০জন।

মুক্তিযোদ্ধার পরিবার ও থানার দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, সামাজিক বিভিন্ন বিষয়ে বিরোধের জের ধরে গত ৬ এপ্রিল বিকেলে উপজেলার বাজেবাখর গ্রামে মুক্তিযুদ্ধা আলফু ফকিরের নিজ বাড়িতে অভিযুক্তরা লোহার রড, রাম দা, লাঠি, ছেনিসহ বিভিন্ন মরনাস্ত্র দিয়ে বাড়িঘরে হামলা ভাংচুর চালায়। এসময় মুক্তিযোদ্ধার চিৎকারে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে। পরে জরুরীসেবা ৯৯৯ ফোন পেয়ে মুক্তিযোদ্ধা মারপিটের ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। মুক্তিযোদ্ধা আলফু ফকির বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।

এবিষয়ে বীর মুক্তিযোদ্ধা আলফু ফকির বলেন, আমার সাথে সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন যাবৎ তাদের সাথেই বিরোধ চলে আসছিল। তাছাড়া প্রায়ই প্রতিপক্ষরা আমার পরিবার ও আমাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও হত্যা করার জন্য বিভিন্নভাবে হুমকি দিচ্ছিল। আমার ছেলে ও নাতীরা হাটবাজার, স্কুলে কিংবা প্রাইভেট পড়তে গেলে মান্তু মেম্বারের বাড়ির লোকজন তাদেরকে গাল-মন্দ, মারধর ও বিভিন্নভাবে হয়রানী করে। মান্তু মেম্বারের নাতী জিসান পানিতে পড়ে মারা গেছে অথচ আমি অভিশাপ দিয়ে তাকে মেরে ফেলেছি বলে অভিযোগ এনে আমাকে হত্যার উদ্দেশ্যে বিভিন্ন মরনাস্ত্র নিয়ে আমার বাড়ি ঘেরাউ করে বাড়ি ঘর ভাংচুর করে। আমার অভিশাপে যদি মানুষ মারা যায় তাহলে তো ওরা আমাকে হত্যার উদ্দেশ্যে না এসে আমার ভক্ত হতে পারত। ওরা কোন কারন ছাড়াই একটি প্রভাবশালী চক্রের ইন্দনে বছরের পর বছর আমার বিরুধিতা করে আসছে।

স্থানীয় সোহেল আহমেদ বলেন, গত ৬ এপ্রিল বিকেলে পার্শবর্তী হোসেনপুর গ্রামের মান্তু মেম্বারের নাতী ও জয়নাল আবেদীনের পুত্র জিসান(৯) মাদ্রাসার ছাদে খেলতে গিয়ে গর্তের পানিতে পড়ে মারা যায়। ওই ঘটনায় বীর মুক্তিযোদ্ধা আলফু ফকিরের অভিশাপে স্থানীয় ইউপি মেম্বারের পুত্র জিসান মারা গেছে বলে এলাকার লোকদের ক্ষেপিয়ে প্রায় ২শতাধিক লোকজন মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা চালায়।

এ ব্যপারে প্রধান অভিযুক্ত জাফরগঞ্জ ইউপি মেম্বার জয়নাল আবেদীন জানুর সাথে সোমবার বিকেল (১০ এপ্রিল) মোইল ফোনে যোগাযোগ করার চেস্টা করেও কথা বলা যায়নি।

দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধর বলেন, মুক্তিযোদ্ধাকে হত্যা চেষ্টার উদ্দেশ্যর ঘটনায় সোমবার দুপুরে একটি অভিযোগ দায়ের করেছেন। এস আই বাদলকে তদন্ত ভার দিয়েছি। বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD