1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - Dainik Cumilla
মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
চৌদ্দগ্রামে সামাজিক শালিস-বৈঠকে দুবাই প্রবাসীর ওপর হামলা, থানায় মামলা ব্রাহ্মণপাড়ায় যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জনগণের সেবক হবো তাদের কাছে আমরা জবাবদিহি করব — কাজী দ্বীন মোহাম্মদ বিএনপি ক্ষমতায় এলে দাউদকান্দিকে জেলায় রূপান্তরিত করা হবে- ড.মারুফ হোসেন বৈষম্যবিরোধী আন্দোলনে হামলায় জড়িতদের তথ্য চেয়েছে কুবি প্রশাসন  নানান আয়োজনে নাঙ্গলকোটে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে জেলা ও মহানগর যুবদলের নেতাকর্মীরা কুমিল্লায় ট্রেনের ধাক্কায় ৭ বছরের শিশুর মৃত্যু মানবাধিকার কর্মী মওদুদ আবদুল্লাহ শুভ্রকে হত্যার চেষ্টা অব্যাহত এদেশে আর কাউকে ফ্যাসিবাদ কায়েম করতে দেওয়া হবে না : জামায়াত নেতা মাওলানা আবদুল হালিম

ব্রাহ্মণপাড়ায় যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ২ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়াঃ

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নানা আয়োজনে  যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। গতকাল ২৮ অক্টোবর (মঙ্গলবার) বিকেলে ব্রাহ্মণপাড়া উপজেলা যুবদলের আয়োজনে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির কার্যালয় থেকে শুরু করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা বিএনপির কার্যালয়ে এসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে দক্ষিণ জেলা যুবদলের  যুগ্ম আহ্বায়ক এডভোকেট আবদুল্লাহ আল মামুনের সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব ও ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী জসিম উদ্দিন জসিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া বিএনপি সাধারণ সম্পাদক হাজী আমীর হোসেন, সিনিয়র সহ সভাপতি কাজী শাহ আলম খোকন, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান ভূইয়া রিপন ও শাহজাহান সাজু।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা দক্ষিণ  জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও (টিম লিডার) এনামুল হক সবুজ। অনুষ্ঠান পরিচালনা করেন ব্রাহ্মণপাড়া যুবদলের আহবায়ক মোস্তফা কামাল।   অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব এনামুল হক সুমন।

উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জমির হোসেন, কবির হোসেন, নাজমুল হাসান, আবুল কালাম,রুবেল, ডাক্তার কামরুল হাসান (আহসান), আবুল খায়ের, মাসুদ হায়দার, শাহজালাল, জালাল হোসেন, কাশেদুল হোক সরকার মিঠু,শশীদল ইউনিয়ন যুবদলের আহবায়ক মাহবুব আলম, সদস্য সচিব সৌরভ সাগর ইউনুস, যুগ্ম আহবায়ক আলমাস সরকার, মিজানুর রহমান, রুবেল রানা প্রমূখ। অনুষ্ঠানের শুরুতে দলীয় পতাকা ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। অনুষ্ঠানে বিএনপি’র প্রতিষ্ঠাতা ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এবং তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হাজী জসিম উদ্দিন জসিম বলেন, বিএনপি গণমানুষের পক্ষের দল। সাধারণ মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে আন্দোলন করে আসছে সব সময়। তাই যুবদলের প্রত্যেকটি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আমরা সবাই জনগণের জন্য কাজ করতে হবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দল যাকেই ধানের শীষের প্রতীক দেবেন তার হয়েই ধানের শীষের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন,  বিএনপি ও অঙ্গ সংগঠন এবং সহযোগী সংগঠনের সকল স্তরের নেতাকর্মীরাসহ  উপজেলা যুবদল ও ইউনিয়ন যুবদলের হাজার হাজার নেতাকর্মীরা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD