
মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়াঃ
ব্রাহ্মণপাড়া থানা পুলিশ বিভিন্ন মামলায় পরোয়ানা ভুক্ত ৫ জন আসামিকে গ্রেফতার করেছে। গতকাল ২৫ অক্টোবর (শনিবার) রাতে উপজেলার বিভিন্ন স্থান হতে পরোয়ানা ভুক্ত এসব আসামিদেরকে গ্রেফতার করে।
ব্রাহ্মণপাড়া থানা সূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাজেদুল ইসলামের নির্দেশে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন।
অভিযান কালে চুরির মামলার পরোয়ানা ভুক্ত আসামী উপজেলার সিদলাই ইউনিয়নের পূর্ব পোমকাড়া গ্রামের মৃত মঞ্জুর হোসেনের ছেলে মোঃ জমির হোসেন (৩৫), আঃ আলিমের ছেলে মোঃ আরিফুল ইসলাম আওলাদ (২৫) এবং মৃত আঃ মুনাফের ছেলে মোঃ সুবজ (৩০) কে গ্রেফতার করে।
মাদক মামলায় পরোয়ানা ভুক্ত আসামী ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার কুটি চৌমুহনী এলাকার মো: জুয়েল (২৭) কে গ্রেফতার করে।এছাড়া ওয়ারেন্ট ভুক্ত আসামী উপজেলার গোপালনগর গ্রামের মৃত জহিরুল ইসলামের ছেলে মো: আবু ইউসুফ প্র: ভুট্টু (৩০) ) কে গ্রেফতার করে।
পুলিশ তাদেরকে যথাযথ স্কটের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করেছে। এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম সত্যতা নিশ্চিত করেন।