মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়াঃ
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ভারতীয় অবৈধ আতশ বাজী জব্দ করেছে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ। গত ২০ অক্টোবর (রবিবার) সন্ধ্যায় উপজেলার শশীদল উত্তরপাড়া গ্রামের মোঃ আব্দুর রউফ এর বসত ঘরের রান্না ঘর হইতে এসকল ভারতীয় অবৈধ
আতশ বাজী জব্দ করে। এ সময় চোরাকারবারী আব্দুর রউফ পালিয়ে যায়।
ব্রাহ্মণপাড়া থানা সূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সাজেদুল ইসলামের নির্দেশে এসআই মোঃ মেহেদী হাসান জুয়েল সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শশীদল উত্তরপাড়া এলাকায় অভিযান চালায়। অভিযান পরিচালনাকালে শশীদল উত্তরপাড়া গ্রামের মৃত রশিদ মিয়ার ছেলে মোঃ আব্দুর রউফের বসত ঘরের রান্নাঘর হইতে ১২৫০ পিস ভারতীয় অবৈধ আতশবাজি জব্দ করে।
এ সময় চোরাকারবারী আব্দুর রউফ কৌশলে পালিয়ে যায়। এ ব্যাপারে তার বিরোদ্ধে ব্রাহ্মণপাড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এ ব্যপারে ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সাজেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।