1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় বিএনপি নেতা জুম্মান মালদার এর মায়ের দাফন সম্পন্ন - Dainik Cumilla
সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
চৌদ্দগ্রামে দৃষ্টি প্রতিবন্ধী কন্ঠশিল্পী জাহাঙ্গীরের সাথে বিএনপি নেতা রুহুল কবির রিজভীর সৌজন্য সাক্ষাৎ ও পরিবারের মঝে নগদ অর্থ হস্তান্তর লাগাতার অগ্নিকাণ্ড দেশি-বিদেশি শক্তির ষড়যন্ত্র: চৌদ্দগ্রামে রুহুল কবির রিজভী ব্রাহ্মণপাড়া ও বুড়িচং সীমান্তে বিজিবি কর্তৃক আড়াই কোটি টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য জব্দ ব্রাহ্মণপাড়ায় গ্রেপ্তারি পরোয়ানা ভোক্ত ৬ আসামি গ্রেপ্তার  ব্রাহ্মণপাড়ায় বিএনপি নেতা জুম্মান মালদার এর মায়ের দাফন সম্পন্ন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সং’ঘর্ষ কুমিল্লা জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সংশ্লিষ্টদের নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান -জেলা প্রশাসক আমিরুল কায়সার কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায়, গ্রেফতার ২৪ কুমিল্লায় ট্রাকচালক হত্যার প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

ব্রাহ্মণপাড়ায় বিএনপি নেতা জুম্মান মালদার এর মায়ের দাফন সম্পন্ন

  • প্রকাশিতঃ সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ৪ বার পঠিত

মো. রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া: কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের বিএনপির সাবেক সভাপতি মরহুম জামাল হোসেন মালদারের স্ত্রী ও ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপি’র সহ সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান জুম্মান মালদারের মা জোহরা বেগম (৫৮) ইন্তেকাল করেন ইন্নালিল্লাহি,,,,,,,,, রাজিউন।গতকাল ১৯ অক্টোবর (শনিবার) রাত সাড়ে দশটায় ঢাকা একটি প্রাইভেট হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। মরহুমা জোহরা বেগম  শশীদল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম ময়নাল হোসেনের বড় মেয়ে ও শশীদল ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আবু সুফিয়ান মিন্টুর বড় বোন ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমা জোহরা বেগম গত কয়েক বছর যাবত ডায়াবেটিস ও হৃদরোগে ভুগতেছিলেন। তিনি গত দুদিন আগে তার নিজ বাসায় অসুস্থতা বোধ করলে স্বজনরা তাকে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থা অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার রাতে তিনি ইন্তেকাল করেন। রবিবার বাদ জোহর মরহুমার নামাজের জানাজা শশীদল কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পাঁচ পীর মাজার কবরস্থানে তার লাশ দাফন করা হয়েছে। মৃত্যু কালে তিনি দুই ছেলে দুই মেয়েসহ বহু স্বজন রেখে যান। তার নামাজের জানাজায় উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী জসিম উদ্দিন জসিম, সহ-সভাপতি রবিউল্লা রবি, সাংগঠনিক সম্পাদক শাহজাহান সাজু, ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আবু সুফিয়ান মিন্টু, উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তফা জামান, সদস্য সচিব এনামুল হক সুমন, সাবেক যুবদলের যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়া অপু,শাহ আলম ডিলার, সাদেক হোসেনসহ এলাকার মুসলিম জনতা উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD