মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া প্রতিনিধি:
ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর ইউনিয়নের দুলালপুর গ্রামে ও মাধবপুর ইউনিয়নের মকিমপুর গ্রামের দুই ব্যক্তিকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে গতকাল ৭ অক্টোবর (মঙ্গলবার) ব্রাহ্মণপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটএর নেতৃত্বে দুলালপুর গ্রামে সরকারি কাজে বাধা দেওয়ায় মৃত সিরাজুল ইসলাম এর ছেলে জারু মিয়া(৫০) কে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত, অপরদিকে মাধবপুর ইউনিয়নের মুকিমপুর গ্রামের মাদক সেবন করে মাতলামি করায় শাহাদাত হোসেনের ছেলে শাকিল (২২) কে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত এ সময় তার কাছ থেকে মাদকদ্রব্য উদ্ধার করে।
এ সময় থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক রহমান বলেন পৃথক পৃথক ২স্থানে দুইজনকে ভ্রাম্যমান আদালতে কারাদণ্ড দেওয়া হয়েছে ।