সাফায়েত উল্লাহ মিয়াজী, নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার নাঙ্গলকোটের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন জাতীয় সংসদের সাবেক হুইপ ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী। বৃহস্পতিবার সকালে নাঙ্গলকোটের বাঙ্গড্ডা, দুপুরে আদ্রা উত্তর ইউনিয়নের বেলঘর গোসাই বাজার ও বিকালে বক্সগঞ্জ ইউনিয়নের বোড়রা পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি। পূজামণ্ডপ পরিদর্শন কালে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা বিএনপি সাবেক আহ্বায়ক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব নজির আহমেদ ভূঁইয়া। মণ্ডপ গুলোতে পৌঁছালে নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান পূজা উদযাপন কমিটি।
পূজামণ্ডপের অনুষ্ঠানে বক্তব্য কালে মনিরুল হক চৌধুরী আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১০ আসনে বিএনপির প্রার্থীতা ঘোষণা করেন। তিনি বলেন আমি দলের কাছে কুমিল্লা-৬ ও কুমিল্লা-১০ আসনে মনোনয়ন চাইবো। দল যাকে সিদ্ধান্ত দিবে তিনিই হবেন ধানের শীষের প্রার্থী। তবে আমি যেহেতু ২০১৮ সালের নির্বাচনে কুমিল্লা-১০ আসনে নির্বাচন করেছে তাই এ আসনের আমি দাবিদার। এছাড়াও তিনি বলেন দল যখন এ আসন নিয়ে আমার সাথে বসবে তখন আমি ২০১৮ সালের নির্বাচনে কি হয়েছে এবং ২০০৮ সালের নির্বাচনে মোবাশ্বের আলম ভূঁইয়া কেন ফেল করেছে তা বিস্তারিত নেতৃবৃন্দকে অবহিত করবো।
পূজামণ্ডপ পরিদর্শন কালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোশাররফ হোসেন, আরিফুল আলম নোমান, নাঙ্গলকোট পৌরসভা বিএনপি সাবেক সদস্য সচিব আব্দুল কাদের জিলানী, উপজেলা বিএনপি সাবেক সদস্য জাফর সাদিক, এডভোকেট আবুল বাশার, বাঙ্গড্ডা ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি আব্দুল বারিক মিয়াজী, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মানিক মজুমদার, আদ্রা উত্তর ইউনিয়ন বিএনপি নেতা রুস্তম আলী, ইউনিয়ন শ্রমিক দল সভাপতি পারভেজ খাঁন হৃদয়, বক্সগঞ্জ ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি মাহবুবুল হক, ইউনিয়ন বিএনপি নেতা সাঈদুল আকবর সুজন, মৌকরা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মশিউর রহমান মানিক, সাতবাড়িয়া ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি মামুন খাঁন, সাধারণ সম্পাদক আইয়ুব বাঙ্গালী, রায়কোট উত্তর ইউনিয়ন সাবেক সভাপতি হায়াতুন্নবী, সাধারণ সম্পাদক মনির হোসনে মোল্লা, জোড্ডা পূর্ব ইউনিয়ন সাবেক সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন সুমন, জোড্ডা পশ্চিম ইউনিয়ন সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মুন্না, ঢালুয়া ইউনিয়ন সাবেক সাংগঠনিক সম্পাদক শাহ আলম, উপজেলা শ্রমিক দল সভাপতি সাঈদ ইকবাল, সহ সভাপতি আবুল হাশেম, সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন, উপজেলা কৃষক দল সাধারণ সম্পাদক খোরশেদ আলম, উপজেলা জাসাস সভাপতি জসিম উদ্দিন মজুমদার, উপজেলা ছাত্রদল নেতা আব্দুল মমিন, আমীর হামজা মুন্না, নাঙ্গলকোট সরকারি কলেজ ছাত্রদল নেতা কাউসার আলম মজুমদার শিবলু প্রমুখ।