1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় ১৫ বছর ধরে পাবলিক লাইব্রেরিটির অস্তিত্ব নেই - Dainik Cumilla
বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
বুড়িচংয়ে অজ্ঞাত গাড়ির চাপায় এক প্রবাসী যুবকের দেহ দ্বিখণ্ডিত হয়ে মৃত্যু কুমিল্লা নগরীর ইয়াবা ও নগদ টাকা জব্দ, দুই মাদক কারবারী পলাতক ব্রাহ্মণপাড়ায় ১৫ বছর ধরে পাবলিক লাইব্রেরিটির অস্তিত্ব নেই কুমিল্লায় টাস্কফোর্স অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী মাল জব্দ কুমিল্লা জেলা পুলিশে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত বরুড়ায় সরকারি খাল দখল করে পথ ও স্থাপনা নির্মাণ, উচ্ছেদের মুখে দখলদাররা কুমিল্লা-২ (হোমনা-তিতাস) সংসদীয় আসনরিতে চমক দেখাবেন মনোয়ার সরকার চৌদ্দগ্রামে গরুচোর যুবলীগ নেতাকে পুনর্বাসনের অভিযোগ চিওড়া ইউনিয়ন যুবদলের বিরুদ্ধে সুমাইয়া হত্যার দ্রুত বিচারের দাবিতে কুবি শিক্ষার্থীদের মোমবাতি প্রজ্জ্বলন কুমিল্লার বুড়িচংয়ে ভুয়া দলিলের চেষ্টা, দলিল লেখককে শোকজ নোটিশ

ব্রাহ্মণপাড়ায় ১৫ বছর ধরে পাবলিক লাইব্রেরিটির অস্তিত্ব নেই

  • প্রকাশিতঃ বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ২ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া প্রতিনিধি:

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার একমাত্র পাবলিক লাইব্রেরিটি (গণগ্রন্থাগার) গত ১৫ বছর যাবত বন্ধ। এখন নেই এর কোন অস্তিত্ব এর পূর্বে এ পাবলিক লাইব্রেরিটি জরাজীর্ণ ভবনের পলেস্তারা উঠে স্যাঁতসেঁতে মেঝে, বৃষ্টিতে ছাদ চুঁইয়ে পানি ভেতরে পড়ে এর মধ্যে দাড়িয়েছিল লাইব্রেরি। পানিতে ভিজে আর তেলাপোকায় নষ্ট করেছিল লাইব্রেরির মূল্যবান বই ও আসবাবপত্র।
ঐ এলাকার বইপ্রেমীদের কোনো কাজে আসছে না ঐ লাইব্রেরি। তবে সহসাই এই লাইব্রেরিটি নতুন আঙ্গিকে সাজানো হবে বলে উপজেলা প্রশাসন সূত্র জানিয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া উপজেলার একমাত্র পাবলিক লাইব্রেরি অস্তিত্ব নেই।  এ লাইব্রেরিতে থাকা কোরআনের তরজমা-তাফসির, শিশুদের বিভিন্ন বই, ইসলামি ডিকশনারি, উপন্যাস, রাজনীতি, আইন ও শিক্ষামূলক অসংখ্য বই ছিল। লাইব্রেরির প্রায় ২ লাখ টাকার মূল্যবান বই পানিতে ভিজে এবং তেলাপোকাসহ পোকামাকড়ে নষ্ট করে ফেলছে। এছাড়া ভবনের ভেতরে আটটি আলমারি, দুটি বই পড়ার বড় টেবিল, বই রাখার একটি শেলফ, কাঠের ছোটো-বড়ো ১৯টি চেয়ার, একটি সেক্রেটারিয়েট টেবিলসহ মূল্যবান আসবাবপত্র নষ্ট হয়ে গেছে।

উপজেলা পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক  নাছিরউদ্দিন মারা যাওয়ার পর বইগুলো আজ এর অস্তিত্ব হারিয়েছে।  লাইব্রেরির ভবনটি না থাকার ফলে পাঠকরাও বই পড়া থেকে বঞ্চিত হচ্ছে।

ব্রাহ্মণপাড়া উপজেলা আলহাজ্ব আবু জাহের ফাউন্ডেশন কলেজের অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ সৈয়দ আব্দুল কাইয়ুম বলেন, বই হচ্ছে জ্ঞানের ভান্ডার এবং মানব জীবনের আসবাবপত্র হিসেবে বই অত্যন্ত গুরুত্বপূর্ণ। ‘বইয়ের প্রতি মানুষের আগ্রহ বৃদ্ধি এবং পাঠাভ্যাস গড়ে তোলার মাধ্যমে আলোকিত মানবসমাজ গঠনের কার্যকরী ভূমিকা রাখে। এক্ষেত্রে একটি উপজেলার একমাত্র পাবলিক লাইব্রেরি দীর্ঘ ১৫ বছর ধরে বন্ধ থাকার বিষয়টি দুঃখজনক।’

ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান  জানান, পাবলিক লাইব্রেরিটি দীর্ঘদিন যাবত পরিত্যক্ত ছিল। বর্তমানে পাবলিক লাইব্রেরির জায়গাটিতে উপজেলা কমপ্লেক্সের নতুন ভবন তৈরি হচ্ছে।  আগামী কিছুদিন মধ্যে উপজেলা কমপ্লেক্সের নতুন ভবনের এই লাইব্রেরিটি নতুন আঙ্গিকে সাজানো হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD