1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চৌদ্দগ্রামে গরুচোর যুবলীগ নেতাকে পুনর্বাসনের অভিযোগ চিওড়া ইউনিয়ন যুবদলের বিরুদ্ধে - Dainik Cumilla
মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লা জেলা পুলিশে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত বরুড়ায় সরকারি খাল দখল করে পথ ও স্থাপনা নির্মাণ, উচ্ছেদের মুখে দখলদাররা কুমিল্লা-২ (হোমনা-তিতাস) সংসদীয় আসনরিতে চমক দেখাবেন মনোয়ার সরকার চৌদ্দগ্রামে গরুচোর যুবলীগ নেতাকে পুনর্বাসনের অভিযোগ চিওড়া ইউনিয়ন যুবদলের বিরুদ্ধে সুমাইয়া হত্যার দ্রুত বিচারের দাবিতে কুবি শিক্ষার্থীদের মোমবাতি প্রজ্জ্বলন কুমিল্লার বুড়িচংয়ে ভুয়া দলিলের চেষ্টা, দলিল লেখককে শোকজ নোটিশ জীবজগতের অস্তিত্ব টিকিয়ে রাখতে বেশি বেশি বৃক্ষরোপণ অপরিহার্য -দিদারুল আলম বুড়িচংয়ে ১২ কেজি গাঁজাসহ যুবদল নেতা আটক শারদীয় দূর্গোৎসবের জন্য প্রস্তুত চৌদ্দগ্রামের ২২টি পূজা মন্ডপ কুমিল্লা মেডিকেল কলেজে কোটি টাকার ওষুধ কেলেঙ্কারি

চৌদ্দগ্রামে গরুচোর যুবলীগ নেতাকে পুনর্বাসনের অভিযোগ চিওড়া ইউনিয়ন যুবদলের বিরুদ্ধে

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩ বার পঠিত

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের ১নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক, এলাকার চিহ্নিত গরু চোর ও মাদক পাচারকারী মানিক মজুমদার এখন একই ওয়ার্ডের জাতীয়তাবাদী যুবদলের সভাপতি। সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ থাকার পরও মানিক মজুমদারকে ওয়ার্ড যুবদলের সভাপতি ঘোষণা করার পাশাপাশি তাঁর নেতৃত্বে ফ্যাসিবাদের পুনর্বাসনের অভিযোগে বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষের মাঝে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে।

জানা গেছে, চিওড়া ইউনিয়নের চিওড়া প্রকাশ নতুন পাড়া গ্রামের মাদু মিয়ার ছেলে ১নং ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মানিকসহ তিন চোরকে উপজেলার কনকাপৈত ইউনিয়নের শাহাজাহানপুরের একটি গোয়ালঘর থেকে গরু চুরি করে নেয়ার সময় স্থানীয়দের সহযোগিতায় গরু বোঝাই পিকআপ সহ ২০১৭ সালের ১৫ ডিসেম্বর আটক করে পুলিশ। ঐ মামলায় দীর্ঘদিন জেল খেটে জামিনে বেরিয়ে আসে গরু চোর মানিক। জামিনে বের হয়ে আবারও যুবলীগের ১নং ওয়ার্ড সাধারণ সম্পাদক হিসেবে সক্রিয়ভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে মানিক। আ’লীগের ক্ষমতা থাকাকালিন সময়ে গরু চুরি, বিভিন্ন সময় বিএনপি-জামায়াত নেতাকর্মীদের বাড়িঘরে হামলা করেছে মানিক মজুমদারের নেতৃত্বে একটি সন্ত্রাসী চক্র। চোর মানিকের অত্যাচারে চিওড়া বাজারসহ আশেপাশের এলাকার সাধারণ মানুষ বেশ অতিষ্ঠ ছিল তখন। বিভিন্ন চুরি-ডাকাতি মাদক পাচার সহ হেন কোন অপরাধ নাই যে মানিক মজুমদার করেনি। সে নিষিদ্ধ ছাত্রলীগের চৌদ্দগ্রাম উপজেলা শাখা সাধারণ সম্পাদক কাউছার হানিফ শুভ এর ঘনিষ্ঠ সহযোগি ছিল। সাবেক রেলপথ মন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক মুজিবুল হককে ফুল দেয়া ও গরু চুরির ঘটনায় মানিকের বিরুদ্ধে তৎকালীন সময়ে মিডিয়ায় ‘ছবি’সহ একাধিক সংবাদ প্রকাশিত হয়েছে। এছাড়াও তাঁর পিতা মাদু মিয়া একসময় জাতীয় পার্টি করলেও আ’লীগের ক্ষমতাকালীন সময়ে আ’লীগে আনুষ্ঠানিকভাবে যোগ দান করেন। সাবেক এমপি মুজিবুল হক থেকে বিভিন্ন সুযোগ-সুবিধা গ্রহণ শেষে যোগ দেন বিএনপিতে।

বিভিন্ন সূত্রে প্রাপ্ত তথ্যে আরও জানা যায়, গরু চোর মানিক মজুমদার ২০২৪ সালের ৫ আগস্টে আওয়ামীলীগ দলীয় সরকার পতনের পর যুবদলের নেতাকর্মীদের সাথে সখ্যতা গড়ে তোলে। বর্তমানে সে চিওড়া ইউনিয়ন আ’লীগের চিহ্নিত নেতা রুবেল ও বাবলুর পরামর্শে চলে। রাতে আবার গোপন মিটিং করে আ’লীগের লোকজনের সাথে। এবার মানিককে ১নং ওয়ার্ড যুবদলের সভাপতি করে কমিটি ঘোষণা করে চিওড়া ইউনিয়ন যুবদল। মানিক যুবদলের দায়িত্ব গ্রহণের পর আ’লীগের বাবলু ও রুবেল গং প্রকাশ্যে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এলাকায় সে প্রভাব খাটিয়ে বিভিন্ন সাধারণ মানুষকে হুমকি-ধমকি দিচ্ছে বলেও তার বিরুদ্ধে দীর্ঘদিনের অভিযোগ রয়েছে।

বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও স্থানীয়রা অভিযোগ করে বলেন, বিএনপি ও অঙ্গ সংগঠন চৌদ্দগ্রামে এখন বেশ জনপ্রিয় দল। এ দলে চোর ও সন্ত্রাসীদের পুনর্বাসনের কোন প্রয়োজন নেই। চিওড়া ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি জিয়াউর রহমান নয়ন ও সাধারণ সম্পাদক মো. ওয়াসিম কর্তৃক অনুমোদিত চিওড়া ইউনিয়নের ১নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক চোর মানিককে যুবদল থেকে বহিষ্কার করে আইনের হাতে তুলে দেয়া উচিত। কারণ, সে আ’লীগের ক্ষমতাকালে অনেক সাধারণ মানুষ ও জামায়াত-বিএনপি দলীয় নেতাকর্মীদের ব্যাপক ক্ষতি করেছে। এতদিন সে যুবদলে ঢুকে আত্মগোপনে ছিল। চিওড়াবাসী অপরাধীমুক্ত বিএনপি ও যুবদলের নেতৃত্ব প্রত্যাশা করছেন।

সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে অভিযোগের বিষয়ে মুঠোফোনে মানিক মজুমদার সাংবাদিকদের বলেন, এনআইডি কার্ডে আমার নাম ‘আবদুল মালেক’। বাবার নাম আবদুল খালেক। আমি বুঝ হওয়ার পর থেকেই শহীদ জিয়ার আদর্শে বিশ্বাসী। ভালো কাজের কারণে কতিপয় ব্যক্তি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তাহলে আপনি যুবদলের সভাপতি না? এমন প্রশ্নের জবাব এড়িয়ে তিনি তাঁর ডাক নাম মানিক বলেও স্বীকার করেন।

চিওড়া ইউনিয়ন যুবদলের সভাপতি নাজমুল হাসান মনির বলেন, ‘সম্মানের সাথে যুবদল করি। কোন ব্যক্তির অপরাধের দায় সংগঠন নিবে না’।

চৌদ্দগ্রাম উপজেলা যুবদলের আহবায়ক মো. জামাল উদ্দিন মামুন বলেন, ‘মানিক চিওড়া ইউনিয়নের ১নং ওয়ার্ড যুবদলের সভাপতির দায়িত্বে আছে। আগে যুবলীগ করতো কিনা সে বিষয়ে আমার জানা নেই। অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি খতিয়ে দেখা হবে।’

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD