
ব্রাহ্মণপাড়া প্রতিনিধি:
কুমিল্লা ০৫ (বুড়িচং – ব্রাহ্মণপাড়া ) আসন জাতীয় সংসদ নিবাচন ঘনিয়ে আসতেই নিবাচনী হাওয়া বইছে এ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী বাংলাদেশ ইসলামী ছাএশিবির সাবেক কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ জামায়াত ইসলামি কেন্দ্রীয় মজলিস সূরা অন্যতম সদস্য ডক্টর এডভোকেট মোবারক হোসাইন প্রতিদিন পুরোদমে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।
সম্প্রতি ব্রাহ্মণপাড়া উপজেলা দুলালপুর বাজার বেজুড়া সদর ইউনিয়ন শশীদল ইউনিয়ন বুড়িচং উপজেলা৷ রাজাপুর ইউনিয়ন ভারেল্লা ইউনিয়ন উওর সদর ইউনিয়ন যাত্রাপুর ইউনিয়ন গনসংযোগ কালে তিনি ভোটারদের সঙ্গে কুশল বিনিময়ে করেন এ সমর তিনি সকালের কাছে দোয়া প্রার্থনা করেন এবং জামায়াতের প্রতীক দাঁড়িপাল্লার ভোট চান ।
ডক্টর এডভোকেট মোবারক হোসাইন ভোটাদের উদ্দেশ্যে বলেন বিগত দিনে সবাই কে ভোট দিয়ে দেখেছেন কিন্তুু উন্নয়ন ও কল্যান আসেনি । আমি আপনাদের কাছে আবেদন করছি একবার আমাদের ভোট দিয়ে দেখুন, এবার আমাদের একটি সুযোগ দিন ইনশাআল্লাহ বুড়িচং ব্রাহ্মণপাড়া মানুষের সেবা করে দেখবো, গনসংযোগ চলাকালে ভোটারদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে । তরুণ থেকে প্রবিন সবাই স্বত: স্বতঃস্ফূর্ত ভাবে অংশ নিচ্ছেন তার নিবাচনী প্রচারণা । ডক্টর এডভোকেট মোবারক হোসাইন আশাবাদ ব্যক্ত করে বলেন আগামী নিবাচন কুমিল্লা ০৫ আসনে জামায়াত ইনশাআল্লাহ বিশাল ভোটের ব্যবধানে বিজয় হবে।